টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শুধুমাত্র টেস্ট ও একদিনের ক্রিকেটে খেলছেন। তা সত্ত্বেও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে শীর্ষ তালিকায় রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজারা। কেন্দ্রীয় চুক্তিতে প্রত্যাবর্তন ঘটল বাদ পড়া শ্রেয়স আয়ার, ঈশান কিষাণদের। এছাড়া নতুন মুখ বরুণ চক্রবর্তী, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, আকাশ দীপরা।
কিছুদিন আগেই মহিলা ক্রিকেটারদের চুক্তির তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কদিন ধরেই জল্পনা চলছিল, পুরুষদের তালিকা কবে প্রকাশ করে। অবশেষে আজ, সোমবার এই তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মোট ৩৪ জন ক্রিকেটার বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা পেয়েছেন। ক্রিকেটারদের চারটি বিভাগে ভাগ করা হয়েছে। এ প্লাস, এ, বি এবং সি।
‘এ প্লাস’ ক্যাটাগরিতে রয়েছেন ৪ ক্রিকেটার। এরা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। এদের মধ্যে বুমরা ছাড়া বাকি তিনজন সব ফরম্যাটে খেলছেন না। কোহলি, রোহিত ও জাদেজা টি২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তা সত্ত্বেও এদের এ প্লাস ক্যাটেগরিতে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
‘এ’ ক্যাটেগরিতে রয়েছেন ৫ জন ক্রিকেটার। এরা হলেন মহম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ সামি ও ঋষভ পন্থ। ‘বি’ ক্যাটেগরি থেকে ‘এ’ ক্যাটেগরিতে উঠে এসেছেন ঋষভ। ‘বি’ ক্যাটেগরিতেও রয়েছেন ৫ জন। এই পাঁচ ক্রিকেটার হলেন শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও যশস্বী জয়সওয়াল। শৃঙ্খলাজনিত কারণে গতবছর বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স আয়ার। এবার তাঁকে ফেরানো হল।
‘সি’ রয়েছেন ১৮ জন ক্রিকেটার। এরা হলেন রিঙ্কু সিং, তিলক ভার্মা, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পতিদার, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, ঈশান কিষাণ, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। শ্রেয়সের মতো ঈশান কিষাণও শৃঙ্খলার জন্য বাদ পড়েছিলেন। তাঁকেও এবার ফেরানো হল। বরুণ, নীতীশ, অভিষেক, আকাশ দীপ, হর্ষিতরা এই প্রথম বোর্ডের চুক্তিতে অন্তর্ভূক্ত হলেন। এই চুক্তির মেয়াদ ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।