সম্প্রতি টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। টি২০ ক্রিকেটে অবশ্য ভারতের দাপট অব্যাহত। বিশ্বচ্যাম্পিয়নের মতো খেলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে নিল ভারত। তাও আবার তরুণ ব্রিগেডের হাত ধরে। ৪ ম্যাচের সিরিজে ২–১ ব্যবধানে এগিয়েছিল ভারত। সিরিজ নির্ণায়ক ম্যাচে প্রোটিয়াদের ১৩৫ রানে উড়িয়ে দিল ভারত। দুরন্ত সেঞ্চুরি সঞ্জু স্যামসন ও তিলক ভার্মার। ৩–১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত।
সিরিজের আগের তিন ম্যাচেই টস হারতে হয়েছিল সূর্যকুমার যাদবকে। সিরিজের শেষ ম্যাচে অবশ্য টস ভাগ্য সাহায্য করেছিল ভারত অধিনায়ককে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার। অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক ছিল, প্রমাণ করে দেন ভারতের টপ অর্ডারের ৩ ব্যাটার। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে অভিষেক শর্মা যখন আউট হন, ভারত পৌঁছে যায় ৭৩ রানে। ১৮ বলে ৩৬ রান করে আউট হন অভিষেক। অভিষেক ও সঞ্জু স্যামসনের হাত ধরেই ভারতের বড় রানের ভিত তৈরি হয়েছিল।
ম্যাচের বাকি চিত্রনাট্য সঞ্জু ও তিলকের। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর পরপর দুটি ম্যাচে শূন্য সঞ্জুর। অন্যদিকে, আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিলক। সঞ্জু আবার রানে ফিরলেন, আর ধারাবাহিকতা ধরে রাখলেন তিলক। আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করেন ভারতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটার। প্রোটিয়া বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান সঞ্জু ও তিলক। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ওঠে ২১০ রান। যা আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে দ্বিতীয় উইকেটের জুটিতে সর্বোচ্চ।
ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এদিন সত্যিই বিস্ময় ছড়িয়ে গেলেন সঞ্জু ও তিলক। ৫১ বলে জীবনের তৃতীয় টি২০ আন্তর্জাতিক সেঞ্চুরিতে পৌঁছে যান সঞ্জু। অন্যদিকে, তিলক সেঞ্চুরি করেন ৪১ বলে। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এটা তিলকের টানা দ্বিতীয় সেঞ্চুরি। আর দুটিতেই অপরাজিত। শেষ পর্যন্ত ৬টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন সঞ্জু। আর তিলক অপরাজিত থাকেন ৪৭ বলে ১২০ রান করে। মারেন ৯টি চার ও ১০টি ছয়। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ২৮৩/১। আন্তর্জাতিক টি২০–তে এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ। ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড ২৯৭। গত অক্টোবরে হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে তুলেছিল ভারত। ওই ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন সঞ্জু।
২৮৩ রান তাড়া করে ম্যাচ জেতাটা দক্ষিণ আফ্রিকার কাছে ইতিহাস হয়ে যেত। যাইহোক ইতিহাস গড়তে পারেননি প্রোটিয়া ব্যাটাররা। তবে নিজেদের সবথেকে বড় ব্যবধানে হারার রেকর্ড অবশ্য গড়ে ফেলেছে। ১০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলার পর শুধু দেখার ছিল, কতক্ষণ ম্যাচ টানতে পারে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম উইকেটে ট্রিস্টান স্টাবস (৪৩) ও ডেভিড মিলারের (৩৬) ৮৬ রানের জুটি সামান্য ল্জ্জা নিবারম করে দক্ষিণ আফ্রিকার। শেষ পর্যন্ত ১৪৮ রানে গুটিয়ে যায়। ভারতের জয় ১৩৫। ভারতের হয়ে অর্শদীপ সিং ৩টি, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নেন।
রানের বিচারে দক্ষিণ আফ্রিকার সবথেকে বড় ব্যবধানে পরাজয়। এর আগে দক্ষিণ আফ্রিকার সবথেকে বড় ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে, ১১১ রানে। এই নিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিতীয়বার টি২০ সিরিজ জিতল ভারত। প্রথমবার জিতেছিল ২০১৮ সালে। এবার জিতল সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে।