প্লে–অফের আশা বাঁচিয়ে রাখার গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিতে হল সানরাইজার্স হায়দরাবাদকে। টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দিয়েছিলেন হেনরিখ ক্লাসেন। তবুও জয় অধরা থেকে গেল হায়দরাবাদের। হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। ট্রেন্ট বোল্টের দুরন্ত বোলিংয়ের পর ব্যাটে ঝড় রোহিত শর্মার। ।
টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠান মুম্বই ইন্ডিয়ান্ত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। হায়দরাবাদের ইনিংসে শুরুতেই ধস নামান মুম্বইয়ের দুই জোরে বোলার দীপক চাহার ও ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় ওভারেই ট্রাভিস হেডকে (৪ বলে ০) তুলে নেন বোল্ট। পরের ওভারেই ঈশান কিষাণকে (৪ বলে ১) ফেরান দীপক চাহার। চতুর্থ ওভারে অভিষেক শর্মাকে (৮ বলে ৮) তুলে নেন বোল্ট। পরের ওভারেরই চাহারের শিকার নীতীশ কুমার রেড্ডি (৬ বলে ২)।
১৩ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দরাবাদ। এরপর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন অনিকেত ভার্মা ও হেনরিখ ক্লাসেন। নবম ওভারে অনিকেতকে (১৪ বলে ১২) তুলে নেন হার্দিক পান্ডিয়া। এতে আরও চাপে পড়ে যায় হায়দরাবাদ। এরপর ট্রাভিস হেডের জায়গায় ইমপ্যাক্ট সাব হিসেবে ক্রিজে নামেন অভিনব মনোহর। তাঁর সঙ্গে জুটি বেঁধে এগিয়ে নিয়ে যান ক্লাসেন। দলের চরম বিপর্যয়ে রুখে দাঁড়ায় এই জুটি। দুজনের জুটিতে ওঠে ৯৯।
৩৪ বল হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ক্লাসেন। চলতি আইপিএলে এটাই তাঁর প্রথম হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৭১ রানের দুরন্ত ইনিংস খেলে যশপ্রীত বুমরার বলে আউট হন ক্লাসেন। ক্লাসেনকে আউট করে টি২০ ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে যান বুমরা। অভিনব মনোহরকে (৩৭ বলে ৪৩) তুলে নেন বোল্ট। ২৬ রানে ৪ উইকেট ট্রেন্ট বোল্টের। ১২ রানে ২ উইকেট দীপক চাহারের।
জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেরায়ান রিকেলটনের (৮ বলে ১১) উইকেট হারায় মুম্বই। জয়দেব উনাদকাটের বলে তাঁর হাতেই ক্যাচ দেন রিকেলটন। এরপর মুম্বইকে এগিয়ে নিয়ে যান রোহিত শর্মা ও উইল জ্যাকস। ৯.২ ওভারে ৭৭ রানে দ্বিতীয় উইকেট হারায় মুম্বই। ১৯ বলে ২২ রানে জিশান আনসারির বলে আউট হন উইল জ্যাকস। রোহিতকে অবশ্য বিব্রত করতে পারেননি প্যাট কামিন্সরা।
৩৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৭৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। এদিন অবশ্য আউট হয়ে ডাগ আউটে ফিরতে হল। তবে জয়ের ভিতটা তৈরি করে দিয়েছিলেন রোহিত। ৪৬ বলে ৭০ করে তিনি আউট হন। মারেন ৮টি চার ও ৩টি ছয়। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে ৩ উইকেট হরিয়ে ১৪৬ রান তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। সূর্যকুমার যাদব ১৯ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। তিলক ভার্মা ২ বলে ২ রানে অপরাজিত থাকেন। জয়দেব উনাদকাট, এশান মালিঙ্গা ও জিশান আনসারি ১টি করে উইকেট নেন। দুরন্ত বোলিং করে ম্যাচের সেরা ট্রেন্ট বোল্ট। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরেই রইল সানরাইজার্স হায়দরাবাদ।