গত বছর মেলবোর্নেই কী জীবনের শেষ টেস্ট খেলে ফেলেছেন রোহিত শর্মা? তেমন সম্ভাবনাই তৈরি হল। তীব্র সমালোচনার মুখে চাপে পড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে সিরিজের শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন ভারতীয় দলের অধিনায়ক। ঠিক যেমন, ৫০ বছর আগে অ্যাশেজ সিরিজে সিডনি টেস্টের প্রাক্কালে ব্যর্থতার কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক মাইক ডেনিস।
খারাপ ফর্মের কারণে সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন রোহিত শর্মা। বেশ কিছুদিন ধরেই গুঞ্জনটা উঠেছিল। সেটাই শেষ পর্যন্ত সত্যি হয়ে দাঁড়াল। শুক্রবার থেকে শুরু হতে চলা পঞ্চম টেস্টে খেলবেন না রোহিত। তাঁর জায়গায় ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা। তাঁর নেতৃত্বেই সিরিজের প্রথম টেস্টে জিতেছিল ভারত।
রোহিত যে সিডনি টেস্টে খেলবে না, সাংবাদিক সম্মেলনে হালকা ইঙ্গিত দিয়েছিলেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। সাংবাদিক সম্মেলনে রোহিতের খেলার বিষয়টা তিনি নিশ্চিত করেননি। রোহিত আগেই কোচ ও প্রধান নির্বাচক অজিত আগরকারকে তাঁর না খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই ব্যাটে রান না থাকার জন্য রোহিত নিজেকে সরিয়ে নিলেন। ২০২৪ সাল রোহিতের টেস্ট কেরিয়ারের সবথেকে খারাপ মরশুম। ১৪ টেস্টে রান করেছেন ৬১৯, গড় ২৪.৭৬। অস্ট্রেলিয়া সফরে ৩ টেস্টে মোট রান ৩১।
ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না ওঠে, তাহলে মেলবোর্নেই রোহিত জীবনের শেষ টেস্ট ফেলেছেন। রোহিতের নিজেকে সরিয়ে নেওয়ার সঙ্গে তুলনা উঠে আসছে ১৯৭৪–৭৫ মরশুমের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড অধিনায়ক মাইক ডেনিসের। খারাপ পারফরমেন্সের কারণে সিডনিতে চতুর্থ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মাইক ডেনিস। কাকতালীয়ভাবে রোহিতও সেই সিডনি টেস্ট থেকেই নিজেকে সরিয়ে নিলেন।
ভারতের চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। পরের সংস্করণের জন্য পরিকল্পনার বাইরে যে সিনিয়রদের রাখা হচ্ছে, তাঁদের মধ্যে অন্যতম। ফলে রোহিত কেরিয়ারের শেষ টেস্ট মেলবোর্নেই খেলে ফেলেছেন বলে মনে করা হচ্ছে। সিডনি টেস্টে ভারতের একাদশে ফিরছেন শুভমান গিল। তিনি তিনেই নামবেন। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গী হবেন লোকেশ রাহুল। ঋষভ পন্থ সিডনি টেস্টে বড় পরীক্ষার মুখে পড়বেন। আকাশ দীপের চোট। তাঁর জায়গায় একাদশে আসতে চলেছেন প্রসিদ্ধ কৃষ্ণ।