দীর্ঘদিন ধরেই রানের মধ্যে নেই। চারিদিকে সমালোচনার ঝন উঠেছিল। এই অবস্থায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের সিডনিতে পঞ্চম টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রোহিত শর্মা। অনেকেই মনে করছেন, লালবলের ক্রিকেটে রোহিতের বিদায় আসন্ন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার পর্যন্ত বলেছেন, মেলবোর্ন টেস্টই সম্ভবত রোহিত শর্মার শেষ টেস্ট। গাভাসকারকে খোঁচা দিয়ে রোহিত জানিয়ে দিয়েছেন, এখনই টেস্ট থেকে অবসর নিচ্ছেন না।
সিডনি টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির সময় স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘ধারাভাষ্যকক্ষে যারা বসে রয়েছেন, কিংবা ল্যাপটপে যারা লেখালেখি করেন, আমার জীবন কীভাবে চলবে, তারা ঠিক করে দেবেন না। দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছি, তারা ঠিক করবেন না, আমি কখন খেলব, কীভাবে খেলব, কখন অধিনায়কত্ব করব কিংবা কখন সরে দাঁড়াব। আমারও বিবেচনাবোধ আছে। আমি একজন পরিণত মানুষ, দুটি সন্তানের বাবা। আমারও কিছু বুদ্ধিশুদ্ধি আছে। জীবনে কী চাই, সেটাও আমি জানি।’
এখনই যে অবসর নিচ্ছেন না, সেটাও পরিস্কার করে দিয়েছেন রোহিত শর্মা। তিনি বলেন, ‘সিডনি টেস্টে না খেলার অর্থ যে অবসর নিচ্ছি, এমন নয়। এখনই আমি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি না। ব্যাটে রান পাচ্ছিলাম না বলেই এই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছি। আগামী ২ থেকে ৫ মাসের মধ্যে যে রান করব না, তেমন নিশ্চয়তাও নেই। আমি অনেক ক্রিকেট দেখেছি। প্রতিটা মুহুর্তে জীবন পাল্টায়। সবকিছু পাল্টাবে, সেটা আমিও বিশ্বাস করি।’
তাঁকে কি বাদ দেওয়া হয়েছে? না চাপে পড়ে বিশ্রাম নিয়েছেন? এদিন, এই প্রশ্ন করে হয়েছিল রোহিতকে। তিনি বলেন, ‘কোনওটাই নয়। আমি নিজেই সরে দাঁড়িয়েছি। এখানে আমি একটা কথা বলব, আর বাইরে থেকে মানুষ সেটা নানারকম ব্যাখ্যা করবে। আমার সঙ্গে কোচ ও নির্বাচকের যে কথা হয়েছে, সেটা একদম সোজাসাপটা। আমার ব্যাটে এই মুহূর্তে রান নেই। আর ম্যাচটা দলের জন্য গুরুত্বপূর্ণ। একজন ফর্মে থাকা খেলোয়াড় দরকার। আমার মনে হয়েছে কোচ ও নির্বাচকদের আমারই বলা উচিত। তাঁরা আমার সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন।’
আরও পড়ুনঃ বছরের শুরুতেই শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল মহমেডান