৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, ৯ ম্যাচে ১২ পয়েন্ট। দুই দলের সামনেই ছিল একে অপরকে টপকে যাওয়ার লড়াই। যে দল জিতবে, প্লে অফের দিকে আরও একধাপ এগিয়ে যাবে। দিল্লিকে ৬ উইকেটে উড়িয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল বেঙ্গালুরু। একই সঙ্গে প্লে অফের আরও কাছাকাছি। এদিনই কমলা টুপির মালিক হয়ে গেলেন বিরাট কোহলি।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠান বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদার। চোট সারিয়ে অভিষেক পোড়েলেরসঙ্গে এদিন ওপেন করতে নামেন ফাফ ডুপ্লেসি। পুরনো দলের বিরুদ্ধে শুরু থেকেই স্বচ্ছন্দে ছিলেন না। অন্য প্রান্তে অবশ্য ঝড় তোলেন অভিষেক পোড়েল। চতুর্থ ওভারেই অভিষেকের ঝড় থামান জশ হ্যাজেলউড। ২টি করে চার ও ছক্কার সাহায্যে ১১ বলে ২৮ রান করে আউট হন অভিষেক। পরের ওভারেই করুণ নায়ারকে (৪ বলে ৪) তুলে নেন যশ দয়াল। পাওয়ার প্লে–র ৬ ওভারে ৫২/২ রান তোলে দিল্লি।
এরপরই রান তোলার গতি কমে যায় দিল্লির। বেঙ্গালুরুর দুই স্পিনার সুয়শ শর্মা ও ক্রূণাল পাণ্ডিয়া দিল্লির রান তোলার গতিতে রাশ টানের। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে দিল্লি তোলে মাত্র ৫৬। হারাতে হয় ডুপ্লেসি (২৬ বলে ২২) ও অক্ষর প্যাটেলের (১৩ বলে ১৫) উইকেট। লোকেশ রাহুল দলকে এগিয়ে নিয়ে গেলেও তিনিও আক্রমণাত্মক হয়ে উঠতে পারেননি। ৩৯ বলে ৪১ রান করে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন। ওই ওভারেই আশুতোষ শর্মাকে (৪ বলে ২) তুলে নিয়ে দিল্লিকে চাপে ফেলে দেন ভুবনেশ্বর। ট্রিস্টান স্টাবস (১৮ বলে ৩৪), বিপরাজ নিগমের (৬ বলে ১২) সৌজন্যে ২০ ওভারে ১৬২/৮ তোলে দিল্লি। ৩৩ রানে ৩ উইকেট নেন ভুবনেশ্বর। ৩৬ রানে ২ উইকেট হ্যাজেলউডের।
১৬২ রানের পুঁজি নিয়েও দারুণ লড়াই শুরু করে দিল্লি। শুরুতে নিজেই বল হাতে তুলে নিয়েছিলেন অক্ষর প্যাটেল। ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারেই সাফল্য। দ্বিতীয় বলেই তুলে নেন জ্যাকব বেথেলকে (৬ বলে ১২)। ১ বল পরেই ফেরান দেবদত্ত পাড়িক্কলকে (২ বলে ০)। ২০ রানে ২ উইকেট হারায় বেঙ্গালুরু। চতুর্থ ওভারে রজত পতিদারকে হারিয়ে আরও চাপে পড়ে যায় বেঙ্গালুরু।
৪ ওভারের মধ্যে ২৬ রানে ৩ উইকেট হারানোর পর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন বিরাট কোহলি ও ক্রূণাল পান্ডিয়া। দুজনের জুটিতে ওঠে ১১৯। এই জুটিই ম্যাচ থেকে ছিটকে দেয় দিল্লিকে। ১৮তম ওভারে দলীয় ১৪৫ রানের মাথায় কোহলি যখন আউট হন, জয় থেকে মাত্র ২০ রান দুরে বেঙ্গালুরু। ৪৭ বলে ৫১ রান করে আউট হন কোহলি। এরপর জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ক্রূণান পান্ডিয়া ও টিম ডেভিড। ৯ বল বাকি থাকতেই ১৬৫/৪ রান তুলে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু। ৪৭ বলে ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন ক্রূণাল পান্ডিয়া। তিনিই ম্যাচের সেরা। ৫ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড। ১৯ রানে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল।
১০ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলে বেঙ্গালুরু। একই সঙ্গে প্লে অফের পথে অনেকটাই এগিয়ে গেল। ৯ ম্যাচে দিল্লির পয়েন্ট ১২। বিরাট কোহলি চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে কমলা টুপির দখল করে নিলেন। কোহলি মাঠে নামার আগে সূর্যকুমার যাদব কয়েক ঘন্টার জন্য কমলা টুপির মালিক হয়েছিলেন। ১০ ম্যাচে সূর্যর রান ৪২৭। আর এদিন দিল্লির বিরুদ্ধে ৫১ রান করার সঙ্গে সঙ্গে কোহলি ১০ ম্যাচে পৌঁছে গেলেন ৪৪৩ রানে।
আরও পড়ুনঃ আবার ব্যর্থ ২৭ কোটির ক্রিকেটার, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা, ২৪ লক্ষ টাকা জরিমানা ঋষভ পন্থের