অবশেষে শাপমুক্তি। ১৭ বছর চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে শেষবার চিপকে চেন্নাইকে হারিয়েছিল বেঙ্গালুরু। ১৭ বছর পর আবার জয়। বিরাট কোহলিরদের কাছে ৫০ রানে উড়ে গেলেন মহেন্দ্র সিং ধোনিরা। যদিও ব্যাট হাতে দুজনের কেউই নজর কাড়তে পারেননি। তবে উইকেটের পেছনে দুরন্ত ক্ষিপ্রতার পরিচয় দেন ধোনি।
টস জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল চেন্নাই সুপার কিংস। একপ্রান্তে ফিল সল্ট ঝড় তুললেও বিরাট কোহলি ছিলেন রক্ষণাত্মক। ১৬ বলে ৩২ রান করে আউট হন সল্ট। আফগান লেগ স্পিনার নুর আমেদের বলে তাঁকে দুরন্ত স্টাম্পিং করেন ধোনি। তিনবার জীবন পেয়ে ৪ চার ও ৩টি ছয়ের সাহায্যে অধিনায়ক রজত পতিদার ৩২ বলে করেন ৫১। বিরাট কোহলিকে আক্রমণাত্মক হওয়ার সুযোগ দেননি চেন্নাই স্পিনাররা। ৩০ বলে ৩১ রান করে নুর আমেদের বলেই আউট হন কোহলি। লেগ স্পিনের বিরুদ্ধে কোহলির দুর্বলতা আবার ফুটে উঠল।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বেঙ্গালুরু ৭ উইকেটে তোলে ১৯৬ রান। দেবদত্ত পাড়িক্কল ১৪ বলে ২৭, লিয়াম লিভিংস্টোন ৯ বলে ১০ ও জিতেশ শর্মা ৯ বলে ১০ রান করেন। টিম ডেভিড ১টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। নুর আহমেদ ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন। মাথিশা পাথিরানা ৪ ওভারে ৩৬ রানে নেন ২ উইকেট। খলিল আহমেদ ৪ ওভারে ২৮, রবিচন্দ্রন অশ্বিন ২ ওভারে ২২ রান দিয়ে ১টি করে উইকেট পান।
জয়ের জন্য ১৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কা খায় চেন্নাই সুপার কিংস। রাহুল ত্রিপাঠী (৩ বলে ৫) ও ঋতুরাজ গায়কোয়াড়কে (০) তপসলে নেন জশ হ্যাজেলউড। বেঙ্গালুরুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিজেদের মেলে ধরতে পারেননি চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা। ওপেনার রাচিন রবীন্দ্র ৩১ বলে সর্বোচ্চ ৪১ করেন। দীপক হুডা (৯ বলে ৪) ও সাম কারেন (১৩ বলে ৮), শিবম দুবে (১৫ বলে ১৯) ও রবিচন্দ্রন অশ্বিনরা (৮ বলে ১১) রান পাননি।
ধোনি ব্যাট করতে নামেন ৯ নম্বরে। তিনি যখন ক্রিজে আসেন, ১৫.২ ওভারে ৯৯ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে গেছে চেন্নাই। শেষ পর্যন্ত ১৬ বলে ৩০ রান করে তিনি অপরাজিত থাকেন। শেষ ওভারে তিনি ক্রুণাল পাণ্ডিয়ার বলে পরপর দুটি ছক্কা মারেন। শেষ বলে বাউন্ডারি হাঁকান। রবীন্দ্র জাদেজা ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৯ বলে ২৫ রান করলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে চেন্নাই সুপার কিংস তোলে ৮ উইকেটে ১৪৬।