যুদ্ধের আবহে মাঝপথে বাতিল হয়ে গেল আইপিএলের ম্যাচ। বৃহস্পতিবার ধরশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ছিল। পাঞ্জাব কিংস ১০.১ ওভার ব্যাটিং করার পরই ম্যাচটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইপিএলের আয়োজক কমিটি।
ধরমশালার মাঠ অন্ধকার। বাতিল হল পাঞ্জাব–দিল্লি ম্যাচ।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মে ০৯, ২০২৫
Share on:
যুদ্ধের আবহে মাঝপথে বাতিল হয়ে গেল আইপিএলের ম্যাচ। বৃহস্পতিবার ধরশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ছিল। পাঞ্জাব কিংস ১০.১ ওভার ব্যাটিং করার পরই ম্যাচটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইপিএলের আয়োজক কমিটি।
ধরমশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন জম্মুতে বিমানবন্দরসহ বেশ কয়েকটা জায়গায় হামলা চালায় পাকিস্তান। সীমান্তের ওপার থেকে জম্মুতে রকেট ছোড়ে। একটা ড্রোন জম্মু বিমানবন্দরে আঘাত করে। জম্মুর পাশাপাশি পাঞ্জাব ও রাজস্থানেও ড্রোন হামলা চালায় পাকিস্তান। একের পর এক ক্ষেপনাস্ত্র ও মর্টার ছুটে আসে। এরপরই এই তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় আলো নিভিয়ে দেওয়া হয়। ধরমশালাও ব্ল্যাক আউট করে দেওয়া হয়। যুদ্ধের এই আবহে ম্যাচ এগিয়ে নিয়ে যাওয়ার ঝুঁকি নিতে চায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।
ধরমশালায় বৃষ্টির জন্য ১ ঘন্টা পর খেলা শুরু হয়। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১০.১ ওভারে পাঞ্জাব ১২২/১ তোলে পাঞ্জাব। ৩৪ বলে ৭০ রান করে একাদশ ওভারের প্রথম বলে আউট হন প্রিয়াংশ আর্য। প্রভসিমরন সিং ২৮ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন। প্রিয়াংশ আর্য আউট হতেই ব্যাট করতে নামেন শ্রেয়স আয়ার। হঠাৎই একটা বাতিস্তম্ভের আলো নিভে যায়। কিছুক্ষণ পর আরও দুটো বাতিস্তম্ভের আলো নিভে যায়। তারপরই ম্যাচ বাতিলের কথা ঘোষণা করা হয়। দর্শকদের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। দর্শকদের বলা হয়, প্রযুক্তিগত ত্রুটির জন্য বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। তাই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত।
ম্যাচ বাতিলের ব্যাপারে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল বলেন, ‘দেশের পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট উদ্বেগজনক। জম্মু, পাঞ্জাব ও রাডস্থানে কিছু ঘটনা ঘটেছে। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ম্যাচটি বাতিল করা হল।’ পাকিস্তান সীমান্তে অবস্থিত দেশের বিমানবন্দরগুলি আপাতত বন্ধ। তাই ধরমশালা থেকে ক্রিকেটারদের ফিরিয়ে নিয়ে আসার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ধরমশালার সবথেকে কাছের স্টেশন উনা থেকে ক্রিকেটারদের দিল্লিতে নিয়ে আসা হচ্ছে।
We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl