অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারত। প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দল তিন ম্যাচের সিরিজ খেলবে। এই সিরিজের জন্য ভারতীয় ‘এ’ দল ঘোষণা করা হয়েছে। দলে সুযোগ পেয়েছেন বাংলার উইকেটকিপার–ব্যাটার অভিষেক পোড়েল। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দলে রাখা হয়নি।
টি২০ ও টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও এখনও একদিনের ক্রিকেট থেকে অবসর নেননি রোহিত ও কোহলি। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এই দুই ব্যাটার। ১৯ অক্টোবর থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজের আয়োজন করা হয়েছে। মনে করা হচ্ছিল যে, এবছর আইপিএলের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে না খেলা কোহলি ও রোহিত কানপুরে ভারত ‘এ’ দলের হয়ে খেলতে পারেন। কিন্তু দুজনকেই দলে রাখেননি নির্বাচকরা।
অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজের তিন ম্যাচের জন্য দুটি আলাদা আলাদা দল ঘোষণা করা হয়েছে। প্রথম একদিনের ম্যাচে ভারতীয় ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন রজত পতিদার। প্রভসিমরন সিং, রিয়ান পরাগ, আয়ুশ বাদোনি এবং রবি বিষ্ণোইয়ের মতো ক্রিকেটারদের এই দলে রাখা হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় একদিনের ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন তিলক ভার্মা। এই দুটি ম্যাচে রজত পতিদারকে তাঁর সহকারী করা হয়েছে। শেষ দুটি ম্যাচে অভিষেক শর্মা, হর্ষিত রানা এবং অর্শদীপ সিংরা খেলবেন। দুটি দলেই উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে বাংলার অভিষেক পোড়েলকে।
প্রথম ম্যাচের ঘোষিত দল: রজত পতিদার (অধিনায়ক), প্রভসিমরান সিং (উইকেটকিপার), রিয়ান পরাগ, আয়ুশ বাদোনি, সূর্যাংশ শেডগে, বিপ্রজ নিগম, নিশান্ত সিন্ধু, গুরজাপনীত সিং, যুধবীর সিং, রবি বিষ্ণোই, অভিষেক পোড়েল (উইকেটকিপার), প্রিয়াংশ আর্য, সিমারজিৎ সিং।
দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের দল: তিলক ভার্মা (অধিনায়ক), রজত পতিদার (সহ–অধিনায়ক), অভিষেক শর্মা, প্রভসিমরান সিং (উইকেটকিপার), রিয়ান পরাগ, আয়ুশ বাদোনি, সূর্যাংশ সেডগে, বিপ্রজ নিগম, নিশান্ত সিন্ধু, গুরজাপনীত সিং, যুধবীর সিং, রবি বিষ্ণোই, অভিষেক পোড়েল (উইকেটকিপার), হর্ষিত রানা, অর্শদীপ সিং।