পুরুষদের বেঙ্গল প্রো লিগে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল মুর্শিদাবাদ কিংস। দ্বিতীয় সেমিফাইনালে ১৪ রানে তারা হারিয়েছে হারবার ডায়মন্ডকে। দুর্দান্ত ব্যাট করে দলকে ফাইনালে তুলেছেন অধিনায়ক সুদীপ ঘরামি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রানের বিশাল স্কোর খাড়া করে মুর্শিদাবাদ কিংস। রীতিমতো তাণ্ডব চালিয়ে ৪৮ বলে ৭৯ রান করেন অধিনায়ক সুদীপ ঘরামি। ৩৮ বলে ৪০ রান করেন অগ্নিভ পান। ২০ বলে ৩৭ রান করেন ঋষভ চৌধুরি।
জয়ের জন্য ১৭৫ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে হারবার ডায়মন্ড দারুণ লড়াই করে। কিন্তু শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি। ২০ ওভারে ১৬৫/৯ রানেই থেমে যায় হারবার ডায়মন্ড। চন্দ্রহাস দাস ৪০ বলে করেন ৬০ রান। ২২ বলে ৩৪ রান করেন অভিষেক রমন। ১৪ বলে ২৭ রান করেন রাহুল প্রসাদ। মুর্শিদাবাদের হয়ে তৌফিক আমেদ, বিকাশ সিং, নিখিল সিং ২টি করে উইকেট নেন।
পুরুষদের সেমিফাইনালে হাওড়া ওয়ারিয়র্স কলকাতা টাইগার্সকে ১১ রানে হারিয়ে ফাইনালে উঠেছে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ রান তোলে হাওড়া ওয়ারিয়র্স। অরিন্দম ঘোষ ৪৪ বলে করেন ৫৫। শাকির হাবিব গান্ধী করেন ২৭ বলে ৩০। সায়ন ঘোষ ৩২ রানে ৩ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪৫/৭ রান তোলে কলকাতা টাইগার্স। কাজে এল না আয়ুশ কুমার সিংয়ের ৫৩ বলে ৭০ রানের ইনিংস। হাওড়ার হয়ে সায়ন চক্রবর্তী ও সক্ষম শর্মা ২টি করে উইকেট
মহিলাদের বেঙ্গল প্রো টি২০ লিগে খেতাব ধরে রাখার দিকে আরো একধাপ এগিয়ে গেল কলকাতা টাইগার্স। টানটান উত্তেজনার সেমিফাইনালে মুর্শিদাবাদ কুইন্সকে ৪ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে কলকাতা। ফাইনালে তাদের সামনে স্ম্যাশার্স মালদা। অন্য সেমিফাইনালে মালদা ৫ রানে হারিয়েছে হারবার ডায়মন্ডকে।
বৃষ্টিবিঘ্নিত ১৮ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১১৪ রান তোলে কলকাতা টাইগার্স। ৩৭ বলে ৪৫ রান করেন মিতা পাল। অঙ্কিতা মাহাতো করেন ৩৭। মুর্শিদাবাদের হয়ে জাহ্নবি পাসোয়ান ২ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১১০/৫ রানে থেমে যায় মু্র্শিদাবাদ কুইন্স। দুর্দান্ত লড়াই করেও দলকে জয় এনে দিতে পারেননি তৃষিতা সরকার (৪৯)। তনুশ্রী সরকার করেন ২০। মিতা পাল, মনিকা মাল, প্রীতি মাহাতো ১টি করে উইকেট নেন।
মহিলাদের অন্য সেমিফাইনালে, প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১১৫/৬ রান তোলে স্ম্যাশার্স মালদা। মমতা কিস্কু করেন ৩৪, সুকন্যা পারিদা ২৭। প্রিয়াঙ্কা সরকার ও রূপল তেওয়ারি ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৯. ১ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় হারবার ডায়মন্ড। কাশিস আগরওয়াল করেন ৩৩। দুরন্ত বোলি করে মালদার হয়ে জেনি পারভিন ২০ রানে ও ঝুমিয়া খাতুন ২২ রানে ৩টি করে উইকেট নেন।