চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে। জাতীয় দলের হয়ে শেষ খেলেছিলেন গতবছর একদিনের বিশ্বকাপে। অস্ত্রোপচারের পর রিহ্যাব চলছে। আপাতত অনেকটাই ফিট। বোলিংও শুরু করেছেন। সবার মনে একটাই প্রশ্ন, কবে মাঠে ফিরবেন মহম্মদ সামি? মাঠে ফেরার ব্যাপারে কোনও তাড়াহুড়ো করতে চান না ভারতীয় দলের এই জোরে বোলার। পুরো ফিট হয়েই মাঠে নামতে চান।
মাঝে শোনা যাচ্ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেই জাতীয় দলে ফিরবেন। সামি অবশ্য নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। মাঠে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন দলের বাইরে আছি। চেষ্টা করছি দ্রুত মাঠে ফেরার। কোনও সংশয় রেখে মাঠে ফিরতে চাই না। কোনও ঝুঁকি নিতে চাই না। ১০০ শতাংশ ফিট হয়েই মাঠে ফিরতে চাই। অস্ত্রোপচারের পর রিহ্যাব চলছে। বোলিংও শুরু করেছি। মানসিকভাবে নিজেকে ফিট মনে করলেই মাঠে নামব। তা সে নিউজিল্যান্ড সিরিজই হোক কিংবা অস্ট্রেলিয়া সিরিজ, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল, পুরো ফিট হয়ে মাঠে নামা।’
সামনেই বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলতে নামবে ভারত। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাস তুঙ্গে বাংলাদেশের। তবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই কঠিন হবে, এমনটাই দাবি করেছেন সামি। তিনি বলেন, ‘পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে, সেটা মানছি। কিন্তু দেশের মাঠে আমাদের হারানো কঠিন। বাংলাদেশকে ভাবতে হবে ওরা ভারতের মাটিতে খেলবে। আর আমাদের সাম্প্রতিক পারফরমেন্স খুবই ভাল। সুতরাং বাংলাদেশের কাজটা খুবই কঠিন। সিরিজে আমরাই ফেবারিট।’
শুধু বাংলাদেশ সিরিজেই নয়, নভেম্বরে অস্ট্রেলিয়া সফরেও নিজেদের এগিয়ে রেখেছেন সামি। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে শেষ সিরিজে কয়েকজন সিনিয়র ক্রিকেটার ছিল না। তাসত্ত্বেও তরুণদের নিয়ে আমরা সিরিজ জিতেছিলাম। এবার পূর্ণশক্তির দলই যাবে। আশা করছি আসন্ন সিরিজে ভালোই লড়াই হবে। তবে আমরাই সিরিজ জিতব।’ প্রসঙ্গত উল্লেখ্য, শেষ অস্ট্রেলিয়া সফরে রোহিত, কোহলিদের ছাড়াই ভারত ২–১ ব্যবধানে সিরিজ জিতেছিল।
আরও পড়ুনঃ এবারও জয় অধরা, বেঙ্গালুরু এফসি–র কাছে হার দিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের