দুই দলের কাছেই ছিল গুরুত্বপূর্ণ ম্যাচ। যারাই হারবে, প্লে অফের আশা কার্যত শেষ। ঘরের মাঠে এইরকম গুরুত্বপূর্ণ ম্যাচে ধোনির দিকেই তাকিয়ে ছিলেন চেন্নাই সমর্থকরা। কিন্তু হতাশই হতে হল চেন্নাই সমর্থকদের। চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল সানরাইজার্স হায়দরাবাদ। আর প্লে অফের আশা কার্যত শেষ হয়ে গেল চেন্নাইয়ের।
টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠান হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। শুরুটা ভাল হয়নি চেন্নাইয়ের। ওপেন করতে নেমেছিলেন আয়ুশ মাত্রে ও শেখ রশিদ। মহম্মদ সামির প্রথম বলেই আউট হন রশিদ (০)। এরপর আয়ুশের সঙ্গে জুটি বাঁধেন সাম কারেন। ১০ বলে ৯ রান করে আউট হন কারেন। এরপর ১৯ বলে ৩০ রান করে ফিরে যান আয়ুশ।
এদিন ৪ নম্বরে পাঠানো হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। আম্পায়াররা তাঁর ব্যাট পরীক্ষা করেন। দেখা যায় ব্যাটের সাইজ বড়। জাদেজাকে ব্যাট বদল করতে হয়। দলকে যদিও ভরসা দিতে পারেননি জাদেজা। ১৭ বলে ২১ রান করে আউট হন। ডিওয়াল্ড ব্রেভিস (২৫ বলে ৪২), শিবম দুবে (৯ বলে ১২), দীপক হুডাদের সৌজন্যে (২১ বলে ২২) ১৫৪ রানে পৌঁছয় চেন্নাই। নিজের ৪০০ তম টি২০ ম্যাচে মাত্র ৬ রান করেই আউট হন ধোনি। হায়দরাবাদের হর্ষাল প্যাটেল ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। ২টি করে উইকেট নেন প্যাট কামিন্স ও জয়দেব উনাদকাট।
ব্যাট করতে নেমে হায়দরাবাদের শুরুটাও ভাল হয়নি। প্রথম ওভারেই খলিল আমেদের দ্বিতীয় বলে আউট হন অভিষেক শর্মা (০)। ট্রাভিস হেড এদিনও রানের খরা কাটাতে পারলেন না। ১৬ বলে ১৯ রান করে তিনি আউট হন। হেনরিখ ক্লাসেন করেন ৭। ঈশান কিষাণ (৩৪ বলে ৪৪) অবশ্য এদিন রানে ফিরলেন। তবে তিনি ও অনিকেত ভার্মা (১৯ বলে ১৯) আউট হওয়ার পর কিছুটা চাপে পড়ে যায় সানরাইজার্স হয়দরাবাদ।
একসময় ১০৬ রানে ৫ উইকেট হারায় হায়দরাবাদ। এরপর হায়দরাবাদ ব্যাটিংয়ের হাল ধরেন কামিন্দু মেন্ডিস ও নীতীশ কুমার রেড্ডি। এই জুটিই জয় এনে দেয় হায়দরাবাদকে। ৮ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল হায়দরাবাদ। ২২ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন কামিন্দু মেন্ডিস। অন্যদিকে, ১৩ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন নীতীশ রেড্ডি।৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৮ নম্বরে উঠে এল হায়দরাবাদ। অন্যদিকে, ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে চেন্নাই।