দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাইশ গজে প্রত্যাবর্তন ঘটতে চলেছে যশপ্রীত বুমরার? মুম্বই ইন্ডিয়ান্স কোচ মাহেলা জয়বর্ধনের কথাতে তেমনই আভাস। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচেই বুমরাকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন জয়বর্ধনে।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে পিঠে চোট পেয়েছিলেন বুমরা। চোটের জন্য ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন। ফলে আইপিএলের প্রথম চার ম্যাচেও তিনি মাঠে নামতে পারেননি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকরা বুমরার ফিটনেসে সন্তুষ্ট হয়ে তাঁকে মাঠে নামার অনুমতি দিয়েছেন। তবে মুম্বই ইন্ডিয়ান্সের চিকিৎসকরা বুমরাকে পর্যবেক্ষণে রাখবেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনও করেছেন বুমরা। বিরাট কোহলিদের বিরুদ্ধে তাঁকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে মুম্বই টিম ম্যানেজমেন্টের ওপর। তবে সবকিছুই নির্ভর করছে তিনি কতটা ম্যাচ ফিট, তার ওপর। বেঙ্গালুরু ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ জয়বর্ধনে বলেন, ‘বুমরা শনিবারই দলের সঙ্গে যোগ দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষার পর মুম্বই ইন্ডিয়ান্সের ফিজিওদের তত্ত্বাবধানে থাকার অনুমতি দেওয়া হয়েছে। অনুশীলনও করেছে। নেটে বেশ কিছুক্ষণ বোলিংও করেছে। আশা করছি বেঙ্গালুরু ম্যাচে খেলতে অসুবিধা হবে না।’
৪ ম্যাচে তিনটিতে হেরে যথেষ্ট চাপে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তার ওপর রোহিত শর্মার চোট। বেঙ্গালুরুর বিরুদ্ধেও খেলতে পারবেন কিনা সন্দেহ। এই পরিস্থিতিতে যদি বুমরা মাঠে নামতে পারেন, কিছুটা স্বস্তি পাবে মুম্বই টিম ম্যানেজমেন্ট। বুমরা না থাকায় মুম্বইয়ের বোলিং শক্তি অনেকটাই ছন্নছাড়া মনে হয়েছে। একমাত্র কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের মেলে ধরেছিলেন ভিগনেশ পুথুর, অশ্বিনী কুমার, সত্যনারায়ণ রাজুরা। বুমরার অনুপস্থিতিতে হার্দিক পাণ্ডিয়ার ওপর যথেষ্ট চাপ পড়েছে। বুমরা যদি বেঙ্গালুরুর বিরুদ্ধেও মাঠে নামতে না পারেন তাহলে চাপ আরও বাড়বে। কারণ, বিপক্ষে রয়েছেন বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পতিদার, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোনের মতো হার্ড হিটার ব্যাটাররা।