টেস্ট অভিষেকেই অনন্য নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার লুয়ান–ড্রে প্রিটোরিয়াস। দেশের হয়ে অভিষেক টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এই প্রোটিয়া ব্যাটারের। ভেঙে দিলেপ স্টিয়ান ভ্যান জিলের রেকর্ড। এছাড়া এছাড়া দেশের হয়ে সবচেয়ে কম বয়সে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করলেন প্রিটোরিয়াস। ভেঙে দিলেন গ্রেম পোলকের ৬১ বছরের পুরনো রেকর্ডও। দক্ষিণ আফ্রিকার সপ্তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি পেলেন তিনি।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই এই নজির গড়লেন প্রিটোরিয়াস। ১৯ বছর বয়সী এই প্রোটিয়া ব্যাটার মাত্র ১১২ বলে সেঞ্চুরিতে পৌঁছে যান। ২০১৪ সালের ডিসেম্বরে স্টিয়ান ভ্যান জিল সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে ১২৯ বলে সেঞ্চুরি করেছিলেন। এতদিন পর্যন্ত সেটাই ছিল কোনও প্রোটিয়া ব্যাটারের অভিষেক টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
দক্ষিণ আফ্রিকার সপ্তম ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করলেন প্রিটোরিয়াস। তাঁর আগে অভিষেকে সেঞ্চুরি করেছেন অ্যান্ড্রু হাডসন (১৯৯২ বনাম ওয়েস্ট ইন্ডিজ), জ্যাক রুডলফ (২০০৩ বনাম বাংলাদেশ), আলভিরো পিটারসেন (২০১০ বনাম ভারত), ফাফ ডুপ্লেসি (২০১২ বনাম অস্ট্রেলিয়া), স্টিয়ান ভ্যান জিল এবং স্টিফেন কুক (২০১৬ বনাম ইংল্যান্ড)। ১৯ বছর ৯৩ দিন বয়সে দেশের হয়ে টেস্ট সেঞ্চুরি করলেন প্রিটোরিয়াস। যা দক্ষিণ আফ্রিকার সর্ব কনিষ্ঠ। ভেঙে দিলেন ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রেম পোলকের করা সবথেকে কম বয়সে টেস্ট সেঞ্চুরির রেকর্ড।
জিম্বাবোয়ের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক কেশব মহারাজ। ১৫তম ওভারে দলীয় ২৩/৩ রানের মাথায় ক্রিজে নামেন প্রিটোরিয়াস। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন। চতুর্থ বলে ওয়েলিংটন মাসাকাদজাকে ছক্কা হাঁকান, তারপর বাউন্ডারি মারেন। ৩০ রানের মাথায় তাংর বিরুদ্ধে ক্যাচের জোরালো আবেদন উঠেছিল। জিম্বাবোয়ের ক্রিকেটারদের জোরালো আবেদন সত্ত্বেও মাঠের আম্পায়ার আউট দেননি। এরপর ৫৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন প্রিটোরিয়াস।
এরপর ডিওয়াল্ড ব্রেভিসের সঙ্গে পঞ্চম উইকেটে ৮৮ বলে ৯৫ রানের জুটি গড়ে তোলেন এবং দক্ষিণ আফ্রিকাকে ৫৫/৪ এর ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে উদ্ধার করেন। ব্রেভিস মাত্র ৩৮ বলে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর ৫১ রান করে ব্লেসিং মুজারাবানির বলে আউট হন। অন্য প্রান্তে, প্রিটোরিয়াস তাঁর ইনিংসকে আরও এগিয়ে নিয়ে যান। এবং ১১২ বলে সেঞ্চুরি পূরণ করেন। তার ইনিংস দক্ষিণ আফ্রিকাকে প্রাথমিক বিপর্যয় থেকে উদ্ধার করে।