আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। পরের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতলেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে আবার হার। গুয়াহাটিতে জিতলেও চলতি মরশুমে ঘরের মাঠে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম জয়ের সন্ধানে নাইটরা। যদিও নাইটদের চিন্তা হায়দরাবাদের ভয়ঙ্কর ব্যাটিং লাইন। প্রত্যাবর্তন ম্যাচে ভয়ঙ্কর হায়দরাবাদ ব্যাটিং লাইনকে স্পিন দিয়েই আটকাতে চায় নাইট শিবির।
এই মরশুমে নাইটদের দল যে খুব ভাল সেকথা কখনোই বলা যাবে না। মূল শক্তি স্পিনাররা। বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, মইন আলির মতো স্পিনার রয়েছে দলে। কিন্তু প্রথম মাচে নাইট স্পিনাররা সেভাবে জ্বলে উঠতে পারেননি। আসলে ইডেনের বাইশ গজ থেকে সুবিধা পাননি বরুণরা। এরপরই ইডেনের পিচ কিউরেটরের কাছে স্পিনিং উইকেটের জন্য দরবার করে নাইট টিম ম্যানেজমেন্ট। আজ যে উইকেটে খেলা হবে, ঘাস নেই। একেবারে টার্নিং উইকেট বলা যাবে না। তবে স্পিনাররা সাহায্য পাবেন। এখন দেখার সানরাইজার্স হায়দরাবাদের ভয়ঙ্কর ব্যাটিংয়ের সামনে নিজেদের কতটা মেলে ধরতে পারেন বরুণ চক্রবর্তী, সুনীল নারাইনরা।
নাইটদের ব্যাটিং শক্তিও আহামরি নয়। কুইন্টন ডিকক রাজস্থানের বিরুদ্ধে রান পেলেও দুটি ম্যাচে ব্যর্থ। সুনীল নারাইনও রান পাননি। ২৩.৭৫ কোটির বেঙ্কটেশ আয়ারের হালও খুব খারাপ। ৩ ম্যাচে এখনও পর্যন্ত সংগ্রহ ৯ রান। আন্দ্রে রাসেলেরও একি অবস্থা। রিঙ্কু সিংও একেবারে নিস্প্রভ। অধিনায়ক অজিঙ্কা রাহানে একটা ম্যাচে দলকে নির্ভরতা দিয়েছেন। এই যদি দলের হাল হয়, তাহলে কার ওপর ভরসা করবে টিম ম্যানেজমেন্ট?
সানরাইরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আজ প্রথম একাদশে পরিবর্তন হতে পারে। তিনটি ম্যাচেই ওপেনিং জুটি ব্যর্থ। দুটি ম্যাচে ডিককের সঙ্গে ওপেন করেছেন সুনীল নারাইন, একটাতে মইন আলি। আজ ওপেনিং জুটিতে বদল আসে কিনা সেটাই দেখার। তবে বোলিং বিভাগে বদল হতে পারে। স্পেনসার জনসনের পরিবর্তে আনরিখ নরখিয়েকে খেলানো হতে পারে। স্পিন শক্তি বাড়িয়েই আজ মাঠে নামতে চলেছে নাইটরা। কারণ, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেনরা স্পিনের বিরুদ্ধে ততটা স্বাচ্ছন্দ নন।
নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ: কুইন্টন ডিকক (উইকেটকিপার), অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, সুনীল নারাইন,আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, আনরিখ নরখিয়া, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।