আইপিএল শুরুর আগে শুভমান গিল ভবিষ্যতবানী করেছিলেন, এবছর যে কোনও দল ৩০০ রানের মাইলস্টোনে পৌঁছে যেতে পারে। তাঁর সেই ভবিষ্যতবানী সত্যি হতে চলেছিল। মাত্র ১৪ রানের জন্য ইতিহাস তৈরি করতে পারল না সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে থেমে গেল ২৮৬ রানে। মাত্র ১ রানের জন্য আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে পারল না হায়দরাবাদ। বিস্ফোরক ব্যাটিং ঈশান কিষানের। জবাবে রাজস্থান তুলল ২৪২।
এবছর আইপিএলে সবথেকে বিস্ফোরক ব্যাটিং লাইন যে সানরাইজার্স হায়দরাবাদের, সেকথা বলার অপেক্ষা রাখে না। নিজেদের প্রথম ম্যাচেই তার প্রমান দিলেন প্যাট কামিন্সরা। শুরুতে অভিষেক শর্মা, ট্রাভিস হেড। মিডল অর্ডারে ঈশান কিষান, হেনরিখ ক্লাসেন, অভিনব মনোহর, নীতীশ রানারা। রাজস্থানের বিরুদ্ধে দাপট হায়দরাবাদের টপ অর্ডারের। শুরুটা করেছিলেন অভিষেক শর্মা (১১ বলে ২৪) ও ট্রাভিস হেড (৩১ বলে ৬৭)। পরে দলকে টেনে নিয়ে যান ঈশান কিষান।
ঈশানের ঝড়ে খড়কুটোর মতো উড়ে যান রাজত্থান বোলাররা। ৪৭ বলে ১০৬ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন ঈশান কিষান। তাংকে যোগ্য সহায়কা করেন নীতীশ রেড্ডি (১৫ বলে ৩০) ও হেনরিখ ক্লাসেন (১৪ বলে ৩৪)। এদের সৌজন্যে ২০ ওভারে ২৮৬/৬ রান তোলে হায়দরাবাদ। তুষার দেশপাণ্ডে ৪৪ রানে ৩ উইকেট নেন।
জয়ের জন্য ২৮৭ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে রাজস্থানও দারুণ লড়াই করে। ৫০ রানের মধ্যে যশস্বী জয়সওয়াল (১), রিয়ান পরাগ (৪) ও নীতীশ রানা (৮ বলে ১১) ফিরে গেলেই রাজস্থানকে লড়াইয়ে রেখেছিলেন ধ্রুব জুরেন (৩৫ বলে ৭০), সিমরন হেটমায়ের (২৩ বলে ৮২) ও শিবম দুবে (১১ বলে অপরাজিত ৩৪)। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ২৪২ রানে থেমে যায় রাজস্থান। ৪৪ রানে জিতে দারুণভাবে শুরু করল গতবারের রানার্সরা।
এদিকে, গত বছরের খারাপ পারফরমেন্স অব্যাহত মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম ম্যাচেই ৪ উইকেটে হারতে হল চেন্নাই সুপার কিংসের কাছে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান তোলে মুম্বই। রোহিত শর্মা (০) রান পাননি। চেন্নাই স্পিনার নুর আমেদের দাপটে মুম্বইয়ের কোনও ব্যাটারই বড় রান পিননি। সর্বোচ্চ রান তিলক ভার্মার ২৫ বলে ৩১। ২৬ বলে ২৯ রান করেন সূর্যকুমার যাদব। ১৮ রানে ৪ উইকেট নেন মুর আমেদ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে রাহুল ত্রিপাঠির (২) উইকেট হারালেও ১৯.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। রাচিন রবীন্দ্র ৪৫ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। ঋতুরাজ গায়কোয়াড় ২৬ বলে করেন ৫৩। মুম্বইয়ের হষে ভিজ্ঞেন পুথুর ৩২ রানে ৩ উইকেট নেন।