বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে দ্বিতীয় সারির দল নিয়ে নামবে ভারত? তেমন সম্ভাবনাই প্রবল। এমনিতেই টি২০ ক্রিকেট থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজারা অবসর নিয়েছেন। ওয়ার্কলোডের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হবে শুভমান গিলকে। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থদেরও বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলানো হবে না।
১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু। তারপর কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট। ৭ অক্টোবর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। টি২০ সিরিজের পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তারপর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। অর্থাৎ সামনে ঠাসা ক্রীড়াসূচি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজের কথা মাথায় রেখে ক্রিকেটারদের ওয়ার্কলোড কমানোর চিন্তাভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের। তাই শুভমান গিলদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘জিম্বাবোয়ে সফর থেকে একটানা খেলে চলেছে শুভমান। মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ওর ওয়ার্কলোড কমানোটা জরুরি। বাংলাদেশ সিরিজের পর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দুটি কঠিন সিরিজ। তাই বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে শুভমানকে বিশ্রাম দেওয়া হবে।’ যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজকেও বিশ্রাম দেওয়া হবে।
শুভমান গিল এখনও পর্যন্ত ২১টি টি২০ ম্যাচ খেলেছেন। স্ট্রাইক রেট ১৪০। এই ফরম্যাটে একটা সেঞ্চুরি ও তিনটি হাপ সেঞ্চুরি রযেছে শুভমানের। জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ৪–১ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। রোহিতের পরিবর্ত হিসেবে টি২০ ক্রিকেটে তাঁর হাতেই পাকাপাকিভাবে উঠতে পারে নেতৃত্ব। টেস্টেও রোহিতের ডেপুটি হতে পারেন শুভমান।
বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে ঋষভ পন্থকেও বিশ্রাম দেওয়া হতে পারে। ভারতীয় দলের এই নির্ভরযোগ্য উইকেটকিপার–ব্যাটারের ওয়ার্কলোড কমানো জরুরি। তার ওপর কারণ দুর্ঘটনা থেকে ফিরে এসেছে। টানা খেলার ধকল কতটা নিতে পারবেন, সে ব্যাপারে চিন্তিত নির্বাচকরা। নির্বাচকরা মনে করছেন, টি২০ ক্রিকেটের তুলনায় ঋষভকে লম্বা ফরম্যাটে বেশি প্রয়োজন। ঋষভের জায়গায় টি২০ সিরিজে ইশান কিষাণকে খেলানো হবে।