ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে ৭ ইনিংসে ৭৫২ রান। গড় ৭৫২। সেঞ্চুরি ৬টি, হাফ সেঞ্চুরি ১টি। সেই ক্রিকেটারকেও কিনা ব্রাত্য থাকতে হয় জাতীয় দলে। শুধু কি এই মরশুমে? এর আগে টেস্টেও একবার ৩০০ রান করেও পরের ম্যাচেই বাদ পড়তে হয়েছিল। আসলে করুণ নায়ারের কপালটা ‘করুণ’। তারকা প্রথা থেকে বেরিয়ে আসতে পারলেন না জাতীয় দলের নির্বাচকরা। বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত পারফরমেন্স সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রাত্য করুণ নায়ার।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শনিবার ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা হয়েছে। রোহিত শর্মাই দলের নেতৃত্বে থাকবেন, মোটামুটি আগেই পরিস্কার হয়ে গিয়েছিল। চোটের কবলে থাকা যশপ্রীত বুমরাকে দলে রাখা হয় কিনা সেটাই ছিল দেখার। বুমরাকে যেমন দলে রাখা হয়েছে, তেমনই ফেরানো হয়েছে শ্রেয়স আয়ারকে। প্রথমবার একদিনের দলে সুযোগ দেওয়া হয়েছে যশস্বী জয়সওয়ালকে। ফেরানো হয়ে মহম্মদ সামিকেও। তবে চমক মহম্মদ সিরাজের সুযোগ না পাওয়া।
শুভমান গিল, সঞ্জু স্যামসনদের নিয়ে জল্পনা ছিল। বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ছন্দে থাকা করুণ নায়ার সুযোগ পান কিনা, সেটাও ছিল দেখার। করুণ নায়ারকে সুযোগ দেননি নির্বাচকরা। সঞ্জু স্যামসনও ব্রাত্য। সহঅধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শুভমান গিলের হাতে। রিজার্ভ স্কোয়াডে আছেন নীতীশ রেড্ডি, আবেশ খান, বরুণ চক্রবর্তী। সেখানেও জায়গা হয়নি করুণ নায়ারের।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। এই সিরিজই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতির মঞ্চ। এই সিরিজের জন্যও এদিনই একেবারেই দল ঘোষণা করা হল। এই সিরিজে দলে যুক্ত করা হয়েছে হর্ষিত রানাকে। কারণ বুূমরাহের ফিটনেস নিয়ে ধোঁয়াশা আছে। তাঁকে এই সিরিজে নাও পাওয়া যেতে পারে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা।