একটা ছোট ভুল বোঝাবুঝি। আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় দলের ব্যাটিং। মেলবোর্নের ব্যাটিং সহায়ক উইকেটেও চূড়ান্ত ব্যর্থ রোহিত শর্মারা। অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১৬৪। প্রথম ইনিংসে এখনও পিছিয়ে ৩১০ রানে।
ভারতীয় ইনিংসে চরম বিপর্যয় নেমে আসে ৪১তম ওভারে। পঞ্চদশ ওভারের শেষ বলে দলীয় ৫১ রানের মাথায় রোহিত শর্মা আউট হওয়ার পর দলকে ভালোই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি। ৪১তম ওভারে স্কট বোল্যান্ডের পঞ্চম বল কাট করে বাউন্ডারি হাঁকিয়ে দলকে দেড়শ রানের গণ্ডি পার করে দেন যশস্বী জয়সোয়াল। কোহলির সঙ্গে তাঁর জুটিও পৌঁছে যায় ১০০ রানে। এরপরই হঠাৎ বিপর্যয়। যশস্বীর ভুলেই বিপর্যয় নেমে আসে ভারতের।
বোলান্ডের বল মিড অনে খেলেই রানের জন্য দৌড় শুরু করেন যশস্বী। বল সরাসরি চলে যায় প্যাট কামিন্সের হাতে। কোহলি ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বলের দিকে তাকিয়েছিলেন। ততক্ষণে যশস্বী নন–স্ট্রাইকিং প্রান্তের দিকে অনেকটাই এগিয়ে গেছেন। এরপর কামিন্স বল ধরে স্ট্রাইকিং প্রান্তে বল ছুড়ে দেন। তখন আর ক্রিজে ফেরা সম্ভব ছিল না যশস্বীর পক্ষে। অ্যালেক্স ক্যারির পক্ষে রান আউট করতে কোনও অসুবিধা হয়নি। ১১৮ বলের ৮২ রানের দুরন্ত ইনিংস থেকে গেল যশস্বীর ছোট্ট ভুলেই। তবে কোহলি বলের দিকে না তাকিয়ে দৌড়লে হয়তো আউট হতেন না।
যশস্বীর আউটই দিনের শেষ আধ ঘণ্টায় খেলার মোড় ঘুরিয়ে দেয়। চূড়ান্ত বিপর্যয় নেমে আসে ভারতীয় ইনিংসে। যশস্বী ফিরে যাওয়ার ১ ওভার পরেই বিরাট কোহলিকে সাজঘরের পথ দেখান স্কট বোল্যান্ড। সেই পুরনো রোগ। অফস্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে আউট কোহলি (৮৬ বলে ৩৬)। উইকেটে জমে গিয়েও যেভাবে আউট হলেন কোহলি, ক্ষমার অযোগ্য। দিনের শেষ বেলায় নৈশপ্রহরী হিসেবে নামানো হয়েছিল আকাশদীপকে (১৩ বলে ০)। দায়িত্ব পালন করতে পারলেন না। ২ উইকেটে ১৫৩ থেকে দিনের শেষে ভারত ১৬৪/৫। যশস্বী ও কোহলির আত্মহত্যাই ভারতের এই পরিস্থিতির জন্য দায়ী। দিনের শেষে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (৬) ও রবীন্দ্র জাদেজা (৪)।
এর আগে আগের দিনের ৩১১/৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ৬৮ ও প্যাট কামিন্স ৮ রানে ক্রিজে ছিলেন। এদিন দারুণ জুটি গড়ে তোলেন স্মিথ–কামিন্স। দুজনের জুটিতে ওঠে ১১২ রান। কামিন্সকে (৬৩ বলে ৪৯) তুলে নিয়ে জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। মিচেল স্টার্ক করেন ১৫। ৬৮ রানে অপরাজিত থাকা স্মিথ এদিন আরও ৭২ রান যোগ করে আউট হন। ১৯৭ বলে তিনি করেন ১৪০ রান। টেস্টে এটা তাঁর ৩৪তম সেঞ্চুরি। নাথান লায়নকে (১৩) তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেন বুমরা। ৯৯ রানে তিনি ৪ উইকেট নেন। ৭৮ রানে ৩ উইকেট নেন জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১২২.৪ ওভারে ৪৭৪ (স্মিথ ১৪০, লাবুশেন ৭২, কনস্টাস ৬০, খোয়াজা ৫৭, কামিন্স ৪৯, ক্যারি ৩১; বুমরা ৪/৯৯, জাদেজা ৩/৭৮, আকাশদীপ ২/৯৪)। ভারত প্রথম ইনিংস: ৪৬ ওভারে ১৬৪/৫ (জয়সওয়াল ৮২, কোহলি ৩৬, রাহুল ২৪; বোল্যান্ড ২/২৪, কামিন্স ২/৫৭)। ভারত এখনও ৩১০ রানে পিছিয়ে।
আরও পড়ুনঃ মাঠে অভব্য আচরণ, নির্বাসনের হাত থেকে বেঁচে গেলেও জরিমানার কবলে কোহলি
আরও পড়ুনঃ পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন, বছরের শেষ ম্যাচেও জয় মোহনবাগান সুপার জায়ান্টের