পরপর দু’বার বর্ডার–গাভাসকার ট্রফি অস্ট্রেলিয়ার মাটি থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল ভারত। ঘরের মাঠে পরপর দু’বার সিরিজ হার! আত্মসম্মানে ঘা দিয়েছিল অসিদের। অবশেষে হারানো সম্মান ফিরে পেল। ১০ বছর পর বর্ডার–গাভাসকার ট্রফি পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া। সিডনিতে শেষ টেস্টে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৩–১ ব্যবধানে সিরিজ জিতে নিল অসিরা। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই থেকে ছিটকে গেল ভারত।
যশপ্রীত বুমরা ছাড়া ভারতীয় বোলিং যে পুরো কঙ্কাল সিডনিতে আরও একবার প্রমাণ হয়ে গেল। চোটের জন্য অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের মাঝপথ থেকে আর বোলিং করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে তো মাঠেই নামেননি। ভারতকে নেতৃত্ব দেন বিরাট কোহলি। বুমরার না থাকার ফল কী হতে পারে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। চতুর্থ ইনিংসে ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে একেবারেই চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি বুমরাহীন ভারতীয় বোলিং শক্তি।
প্রথম ইনিংসে ভারতের ১৮৫ রানের জবাবে অস্ট্রেলিয়া ১৮১ রানে গুটিয়ে গিয়েছিল। ৪ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও বিপর্যয়ে পড়ে ভারত। দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে তুলেছিল ১৪১। তৃতীয় দিন সাত সকালেই ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫৭ রানে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন ঋষভ পন্থ (৬১)। দুরন্ত বোলিং করে ৪৫ রানে ৬ উইকেট তুলে নেন স্কট বোল্যান্ড। ৪৪ রানে ৩ উইকেট নেন প্যাট কামিন্স।
জয়ের জন্য ১৬২ রান তাড়া করতে নেমে ৫৮ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। স্যাম কনস্টাস (২২), মারনাস লাবুশেন (৬), স্টিভ স্মিথ (৪), তিনজনকেই তুলে নেন এক বছর পর টেস্ট খেলতে নামা প্রসিদ্ধ কৃষ্ণা। তখনও জয়ের জন্য অস্ট্রেলিয়ার ১০৪ রান বাকি ছিল। ভারতের জয়ের সম্ভাবনা যে ছিল না, সেকথা বলা যাবে না। কিন্তু বুমরা না থাকার সুযোগটা দারুণভাবে কাজে লাগালেন উসমান খোয়াজা (৪১), ট্রাভিস হেড ও বিউ ওয়েবস্টাররা। খোয়াজাকে মহম্মদ সিরাজ তুলে নিলেও দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন হেড (অপরাজিত ৩৮ বলে ৩৪) ও ওয়েবস্টার (৩৪ বলে অপরাজিত ৩৯)। ৬৫ রানে ৩ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ম্যাচের সেরা স্কট বোল্যান্ড, সিরিজের সেরা যশপ্রীত বুমরা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১৮৫ ও ১৫৭ ( ঋষভ ৬১, জয়সওয়াল ২২, বোল্যান্ড ৬/৪৫, কামিন্স ৩/৪৪)। অস্ট্রেলিয়া: ১৮১ ও ১৬২/৪ ( খোয়াজা ৪১, ওয়েবস্টার অপরাজিত ৩৯, হেড অপরাজিত ৩৪, প্রসিদ্ধ কৃষ্ণ ৩/৬৫)।
অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
ম্যাচের সেরাছ স্কট বোল্যান্ড।
সিরিজের সেরা: যশপ্রীত বুমরা।