হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের প্রাক্তন স্পিনার দিলীপ দোশি
মারা গেলেন দিলীপ দোশি। সোমবার রাতে লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা ভারতের এই প্রাক্তন বাঁহাতি স্পিনার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরেই লন্ডনে বসবাস করছিলেন দিলীপ দোশি। সেখানেই মারা গেলেন।
মারা গেলেন দিলীপ দোশি।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ২৪, ২০২৫
Share on:
মারা গেলেন দিলীপ দোশি। সোমবার রাতে লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা ভারতের এই প্রাক্তন বাঁহাতি স্পিনার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরেই লন্ডনে বসবাস করছিলেন দিলীপ দোশি। সেখানেই মারা গেলেন। রেখে গেলেন এক ছেলে ও এক মেয়েকে।
১৯৭৯ সালে ৩২ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দিলীপ দোশির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্টেই দুরন্ত বোলিং করে নজর কেড়েছিলেন। চেন্নাইয়ে অনুষ্ঠিত সেই টেস্টে প্রথম ইনিংসে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে নেন ২ উইকেট। ম্যাচে ৮ উইকেট। ১৯৮০–৮১ মরশুমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় দিলীপ দোশির। ১৯৮৩ সাল পর্যন্ত দেশের জার্সি গায়ে ৩৩টি টেস্ট ও ১৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। ৩৩ টেস্টে তাঁর উইকেট সংখ্যা ১১৪টি। আর ১৫টি একদিনের ম্যাচে উইকেট তুলে নিয়েছিলেন ২২টি।
১৯৬৮–৬৯ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রর হয়ে অভিষেক হয় দিলীপ দোশির। তবে ঘরোয়া ক্রিকেটে অধিকাংশ সময়ই বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন। ১৯৭৪ সালে বাংলার হয়ে রনজি ট্রফিতে ৬ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন প্রয়াত এই বাঁহাতি স্পিনার। যে রেকর্ড আজও অক্ষুন্ন। প্রথম শ্রেনীর ক্রিকেটে মোট ২৩৮টি ম্যাচ খেলেন দিলীপ দোশি। উইকেট সংখ্যা ৮৯৮। রনজিতে তিনি তুলে নেন ৩১৮ উইকেট। শুধু সৌরাষ্ট্র কিংবা বাংলার হয়ে রনজি খেলাই নয়, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও এক দশকেরও বেশি সময় ধরে দক্ষতার সঙ্গে খেলেন। তিনি নটিংহ্যামশায়ার এবং ওয়ারউইকশায়ারের প্রতিনিধিত্ব করেছিলেন।
বিষেণ সিং বেদির উত্তরসূরী হিসেবে দেখা হত দিলীপ দোশিকে। দীর্ঘদিন তিনি বেদির ছায়ায় ঢাকা ছিলেন। বেদি অবসর নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দোশির। মাত্র ২৮ টেস্টে ১০০ উইকেট তুলে নেন তিনি। ১৯৮১ সালে মেলবোর্নে ভারতের টেস্ট জয়ে ৫ উইকেট নেওয়া ছিল তাঁর সেরা। ওই টেস্টে পায়ের আঙুল ভাঙা ভাঙা অবস্থায় বল করেছিলেন। তাঁর আঙুলের অবস্থা এমনই ছিল, মাঠে নামার পরিস্থিতি ছিল না। তাসত্ত্বেও জোর করে মাঠে নেমেছিলেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা দোশির আর্ম বল সামলাতে বেগ পেতেন। জাভেদ মিয়াঁদাদই ১৯৮২–৮৩ সালের সিরিজের সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসরের গতি বাড়িয়েছিলেন।
We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl