আজ শুরু হচ্ছে ২০২৫ আইপিএল। আইপিএলের ১৮তম সংস্করণের প্রথম ম্যাচে ইডেনে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
সকাল থেকেই আকাশের মুখ ভার। ইতিমধ্যেই দু’এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। সন্ধের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হলে ম্যাচে ম্যাচে বিঘ্ন ঘটতে পারে। সন্ধে ৬টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা। তার আগে বৃষ্টি নামলে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হয়ে যাবে। বৃষ্টির জন্য ম্যাচ যদি শুরু হতে দেরি হয়, সেক্ষেত্রে ১০.৫৬ পর্যন্ত অপেক্ষা করা হবে। আর ম্যাচ শুরু হওয়ার পর যদি বৃষ্টি নামে, তাহলে নূন্যতম ম্যাচ আয়োজনের জন্য শেষ সময়সীমা ১২.০৫।
বৃষ্টির আশঙ্কার মাঝেই বিরাট কোহলি ও নাইট স্পিনারদের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। নাইট রাইডার্সের দুই স্পিনার সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর সঙ্গে বিরাট কোহলির লড়াই যে জমবে, সেকথা বলার অপেক্ষা রাখে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ ছন্দে ছিলেন বরুণ চক্রবর্তী। কোহলিও দারুণ ব্যাটিং করেছিলেন। এবার আইপিএলে একে ওপরের প্রতিপক্ষ। বরুণ ও সুনীল বেঙ্গালুরু ব্যাটারদের ঘুম কেড়ে নিতে তৈরি।
নাইট রাইডার্সের দুই স্পিনারকে সামলানোর জন্য শুক্রবার নেটে স্পিনারদের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন বিরাট কোহলি। সূয়শ শর্মা, ক্রুনাল পান্ডিয়া ছাড়াও নেটে স্থানীয় স্পিনারদের দীর্ঘক্ষণ সামলান কোহলি। যেভাবে স্পিনারদের বল গ্যালারিতে পাঠাচ্ছিলেন, আজ কপালে দুঃখ থাকতে পারে বরুণ ও সুনীলের। যদিও সুনীল নারাইনের বিরুদ্ধে তেমন সাফল্য নেই বিরাট কোহলির। নাইট রাইডার্সের প্রাক্তনী ফিল সল্টের সঙ্গে ইনিংস শুরু করবেন বিরাট কোহলি। সল্টকে আটকানো বড় চ্যালেঞ্জ নাইট বোলারদের।
নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ : সুনীল নারাইন, কুইন্টন ডি কক, অজিঙ্ক রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী, বেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আনরিচ নরখিয়া অথবা স্পেনসর জনসন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ : ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পতিদার, দেবদত্ত পাড়িক্কল, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল, স্বপ্নিল সিং/মোহিত রাঠি/রসিক সালাম দার।