গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নেওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের পদ খালি হয়ে পড়েছিল। নতুন মেন্টর হিসেবে একসময় রাহুল দ্রাবিড়ের নাম শোনা যাচ্ছিল। কিছুদিন আগেই রাজস্থান রয়্যালসের দায়িত্ব নিয়েছেন দ্রাবিড়। শেষ পর্যন্ত প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোকে মেন্টর হিসেবে নিযুক্ত করল কলকাতা নাইট রাইডার্স। শুধু কলকাতা নাইট রাইডার্সেরই নয়, নাইটদের সব দলেরই মেন্টরের দায়িত্ব সামলাবেন তিনি।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দারুণ অভিজ্ঞতা রয়েছে ডোয়েন ব্র্যাভোর। বিভিন্ন দেশে টি২০ লিগে খেলেছেন। আইপিএলে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং গুজরাট লায়ন্সের জার্সি গায়ে। আইপিএলে বিভিন্ন দলের হয়ে খেলেছেন ১৬১টি ম্যাচ। রান করেছেন ১৫৬০, উইকেট নিয়েছেন ১৮৩টি। সব দল মিলিয়ে টি২০ ক্রিকেটে খেলেছেন ৫৮২টি ম্যাচ। তাঁর বিপুল অভিজ্ঞতার কথা মাথায় রেখেই ব্র্যাভোর হাতে মেন্টরের দায়িত্ব তুলে দিল নাইট রাইডার্স।
নাইট রাইডার্সের মতো দলের মেন্টরের দায়িত্ব পেয়ে খুশি ডোয়েন ব্র্যাভো। তিনি বলেন, “১০ বছর ধরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আমি ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছি। আইপিএলে নাইট রাইডার্স দুর্দান্ত দল। বিভিন্ন দেশের লিগে কখনও নাইট রাইডার্সের হয়ে, কখনও তাদের বিরুদ্ধে খেলেছি। ওদের দল পরিচালনার পদ্ধতি শিক্ষণীয়। দলের প্রতি কর্তাদের আবেগ, দায়বদ্ধতা, পেশাদারিত্ব ও আন্তরিক ব্যবহার খুবই ভাল লাগে। এইরকম দলের মেন্টর হতে পারাটা আমার কাছে গর্বের। চেষ্টা করব সেরাটা দিয়ে দলকে সাফল্য এনে দেওয়ার।”
ব্র্যাভোর মতো প্রাক্তন ক্রিকেটারকে মেন্টর হিসেবে পেয়ে খুশি নাইট রাইডার্স। সিইও বেঙ্কি মাইসোর বলেন, “ব্র্যাভোর যে বিশাল অভিজ্ঞতা এবং ক্রিকেটীয় জ্ঞান রয়েছে, তা আমাদের দলকে যা খুবই সাহায্য করবে। আমাদের সব দলের সঙ্গে ব্র্যাভো যুক্ত হওয়ায় ভাল লাগছে। আশা করছি আমাদের নাইট রাইডার্স সব ফ্র্যাঞ্চাইজি লিগেই এগিয়ে যাবে।” এখন দেখার ব্র্যাভো নাইট কর্তা ও সমর্থকদের প্রত্যাশাপূরণ করতে পারেন কিনা।