একদিনের ব্যবধানে ভারতের বিরুদ্ধে আবার জয় নিউজিল্যান্ডের। তবে পুরুষদের ক্রিকেটে নয়, এবার মহিলাদের ক্রিকেটে। মহিলাদের একদিনের সিরিজে প্রথম জিতে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেই দুরন্ত প্রত্যাবর্তন। ভারতকে ৭৬ রানে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড। ব্যাট ও বল হাতে দুরন্ত পারফরমেন্স করে ম্যাচের সেরা সোফিয়ে ডিভাইন।
আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে ৮৭ রান তুলে বড় রানের ভিত গড়ে দেন সুজি বেটস ও জর্জিয়া প্লিমার। প্লিমারকে (৫০ বলে ৪১) তুলে নিয়ে নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দেন দীপ্তি শর্মা। ৩ নম্বরে নামা লৌরেন ডন (৩) রান পাননি। তিনি রান আউট হন। সুজি বেটসকে তুলে নেন রাধা যাদব। ৭০ বলে ৫০ রান করে আউট হন সুজি বেটস। ব্রুক হ্যালিডেকে (৮) ফেরান প্রিয়া মিশ্র। ১৩৯ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড।
এরপর দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক সোফিয়ে ডিভাইন ও ম্যাডি গ্রিন। দুজনের জুটিতে ওঠে ৮২। ৪১ বলে ৪২ রান করে আউট হন ম্যাডি গ্রিন। তাঁকে ফেরান রাধা যাদব। সোফিয়ে ডিভাইনকেও তুলে নেন তিনি। ৮৬ বলে ৭৯ রান করে আউট ডিভাইন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৯ রান তোলে নিউজিল্যান্ড। ৬৯ রানে ৪ উইকেট নেন রাধা যাদব। ৩০ রানে ২ উইকেট দীপ্তি শর্মার।
ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। চতুর্থ বলেই স্মৃতি মানধানাকে (০) তুলে নেন লিয়া তাহুহু। চতুর্থ ও পঞ্চম ওভারে শেফালি ভার্মা (১১) ও যস্তিকা ভাটিয়াকে (১২) হারিয়ে চাপে পড়ে যায় ভারত। চোট সারিয়ে দলে ফেরা অধিনায়ক হরমনপ্রীত কাউর (৩৫ বলে ২৪) ও জেমাইমা রডরিগেজ (২৮ বলে ১৭) সাময়িক প্রতিরোধ গড়ে তোলেন। জুটি ভাঙতেই ধস নামে ভারতের ইনিংসে।
১০৮ রানে ৮ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়। শেষ দিকে রাধা যাদব (৬৪ বলে ৪৮) ও সাইমা ঠাকোরের (৫৪ বলে ২৯) লড়াইয়ে ৪৭.১ ওভারে ১৮৩ রানে পৌঁছতে সমর্থ হয় ভারত। দুরন্ত বোলিং করে ২৭ রানে ৩ উইকেট নেন সোফিয়ে ডিভাইন। ৪২ রানে ৩ উইকেট লিয়া তাহুহুর। ২টি করে উইকেট নেন জেস কের ও এডেন কারসন। মঙ্গলবার সিরিজ নির্ণায়ক ম্যাচ।
আরও পড়ুনঃ দিনের শেষ বেলায় দুরন্ত বোলিং, ‘ব্রাত্য’ ঈশান পোড়েলের হাত ধরেই কেরলকে চাপে রাখল বাংলা