পাঞ্জাবের কাছে হেরে প্লেঅফের লড়াই থেকে ছিটকে গেল ৫ বারের চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই
পাঞ্জাব কিংসের কাছে ঘরের মাঠে ৪ উইকেটে হার। পাঞ্জাবের কাছে পরাজয়ের সঙ্গে সঙ্গে সরকারিভাবে প্লেঅফের লড়াই থেকে ছিটকে গেল মহেন্দ্র সিং ধোনির দল। পরপর দু’বার প্লেঅফে উঠতে ব্যর্থ চেন্নাই। আইপিএলের ইতিহাসে এই প্রথম টানা দুটি সংস্করণে উঠতে পারল না ৫ বারের চ্যাম্পিয়ন দল।
টিম টিম করে জ্বলছিল চেন্নাই সুপার কিংসের প্লেঅফের স্বপ্ন। যেটুকু ক্ষীণ আশা ছিল তাও শেষ। পাঞ্জাব কিংসের কাছে ঘরের মাঠে ৪ উইকেটে হার। পাঞ্জাবের কাছে পরাজয়ের সঙ্গে সঙ্গে সরকারিভাবে প্লেঅফের লড়াই থেকে ছিটকে গেল মহেন্দ্র সিং ধোনির দল। পরপর দু’বার প্লেঅফে উঠতে ব্যর্থ চেন্নাই। আইপিএলের ইতিহাসে এই প্রথম টানা দুটি সংস্করণে উঠতে পারল না ৫ বারের চ্যাম্পিয়ন দল।
টস জিতে চেন্নাই সুপার কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠান পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রয়েস আয়ার। শুরুটা ভাল হয়নি চেন্নাইয়ের। পাওয়ার প্লে–র ৬ ওভারের মধ্যেই ৪৮ রানে ৩ উইকেট হারায়। আউট হন শাইক রশিদ (১২ বলে ১১), আয়ূশ মাত্রে (৬ বলে ৭) ও রবীন্দ্র জাদেজা (১২ বলে ১৭)। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যান সাম কারেন ও ডিওয়াল্ড ডেভিস। দলীয় ১২৬ রানের মাথায় আউট হন ডেভিস। ২৬ বলে তিনি করেন ৩২।
ডেভিস ফিরে গেলেও কারেনের ব্যাটে ঝড় অব্যাহত থাকে। এই সময় মনে হচ্ছিল চেন্নাই অনায়াসে ২০০ রানের গণ্ডি পার করে ফেলবে। কিন্তু কারেন আউট হতেই ধস নামে চেন্নাইয়ের ইনিংসে। ১৮তম ওভারে মার্কো জানসেনের চতুর্থ বলে আইট হন কারেন। ৪৭ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। পরের ওভারেই চেন্নাইয়ের ইনিংসেও ধস নামান যুজবেন্দ্র চাহাল। তুলে নেন ৪ উইকেট। ১৯তম ওভারের দ্বিতীয় বলে আউট করেন ধোনিকে (৪ বলে ১১)। এরপর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে দীপক হুডা (২ বলে ২), অনশুল কম্বোজ (০) ও নুর আমেদকে (০) তুলে নিয়ে হ্যাট্রট্রিক পূর্ণ করেন। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত এক ওভারে ২ বার ৪ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে। দুবারই নিয়েছেন চাহাল। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১৯০ রানে গুটিয়ে চায় চেন্নাই। দুরন্ত বোলিং করে ৩২ রানে ৪ উইকেট নেন চাহাল। অর্শদীপ সিং ও মার্কো জানসেন ২টি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরনের ওপেনিং জুটিতে ৪৪ রান তোলে পাঞ্জাব। ১৫ বলে ২৩ রান করে আউট হন প্রিয়াংশ। এরপর ঝড় তোলেন প্রভসিমরন ও অধিনায়ক শ্রেয়স আয়ার। এই জুটিই পাঞ্জাবের জয়ের ভিত গড়ে দেয়। ১৩তম ওভারে নুর আমেদের শেষ বলে আউট হন প্রভসিমরন। ৩৬ বলে তিনি করেন ৫৪। নেহাল ওয়াধেরা ৫ রান করে আউট হন। এরপর অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন শ্রেয়স আয়ার। তাঁকে যোগ্য সহায়তা করেন শশাঙ্ক সিং। ১২ বলে ২৩ রান করে আউট হন শশাঙ্ক। ৪১ বলে ৭২ রান করেন শ্রেয়স। মারেন ৫টি চার এবং ৪টি ছক্কা। ২ বল বাকি থাকতে ৬ উইকেটে ১৯৪ তুলে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। খলিল আমেদ ও মাথেশা পাথিরানা ২টি করে উইকেট নেন।
চলতি আইপিএলে ঘরের মাঠে টানা ৫ ম্যাচ হেরে প্লেঅফের লড়াই থেকে ছিটকে গেল চেন্নাই সুপার কিংস। ১০ ম্যাচে পয়েন্ট ৪। অন্যদিকে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল পাঞ্জাব কিংস।
We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl