ট্রেন্ডিং

India vs Australia 1st Test

‌কোহলির কৃতিত্ব স্পর্শ বুমরার, পার্থে দ্বিতীয়বার টেস্ট জয় ভারতের

অনেকেই অস্ট্রেলিয়া সফরে ভারতকে নিয়ে আশঙ্কার মেঘ দেখেছিলেন। যাবতীয় আশঙ্কা উড়িয়ে দিয়ে প্রথম টেস্টেই জয় ছিনিয়ে নিল ভারত। পার্থে অস্ট্রেলিয়াকে হারাল ২৯৫ রানে। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। আর পার্থে দলকে জয় এনে দিয়ে বিরাট কোহলিকে স্পর্শ করলেন যশপ্রীত বুমরা।

কোহলির পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে পার্থে ভারতকে জয় এনে দিলেন বুমরা।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২৪
Share on:

অনেকেই অস্ট্রেলিয়া সফরে ভারতকে নিয়ে আশঙ্কার মেঘ দেখেছিলেন। যাবতীয় আশঙ্কা উড়িয়ে দিয়ে প্রথম টেস্টেই জয় ছিনিয়ে নিল ভারত। পার্থে অস্ট্রেলিয়াকে হারাল ২৯৫ রানে। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। আর পার্থে দলকে জয় এনে দিয়ে বিরাট কোহলিকে স্পর্শ করলেন যশপ্রীত বুমরা।

প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েও ভারত যে এভাবে দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারবে কল্পনারও উচিত ছিল। কিন্তু যশপ্রীত বুমরার নেতৃত্বে দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতের। একেবারে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক বুমরা। ভারতের ১৫০ রানের জবাবে মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির জোড়া সেঞ্চুরির সুবাদে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করে ভারত। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫৩৫ রান।

জয়ের জন্য ৫৩৫ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ১২ রানে ৩ উইকেট হারিয়েছিল। অস্ট্রেলিয়ার পরাজয় তৃতীয় দিনেই অনেকটা নিশ্চিত হয়ে যায়। চতুর্থ দিন কতটা লড়াই করতে পারে সেটাই ছিল দেখার। কিন্তু অস্ট্রেলিয়া ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে সেভাবে প্রতিরোধ করে তুলতে পারেনি। চতুর্থ দিন সকালে উসমান খোয়াজাকে তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন মহম্মদ সিরাজ। এরপর স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। স্মিথকে (১৭) তুলে নিয়ে জুটি ভাঙেন মহম্মদ সিরাজ। স্মিথ আউট হওয়ার পর মিচেল মার্শ ও হেড দলকে অনেকটাই টেনে নিয়ে যান। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। ১০১ বলে ৮৯ রান করে বুমরার বলে আউট হন ট্রাভিস হেড। ৪৭ রান করে নীতিশ রেড্ডির বলে আউট হন মার্শ। অ্যালেক্স ক্যারি করেন ৩৬ রান। শেষ পর্যন্ত ২৩৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। বুমরা ৪২ রানে ৩টি ও মহম্মদ সিরাজ ৫১ রানে ৩টি উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর নেন ২ উইকেট।

এই নিয়ে অস্ট্রেলিয়ায় কোন সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয়বার জয় পেল ভারত। এর আগে ২০১৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে সিরিজের প্রথম টেস্টে জয় পেয়েছিল ভারত। কোহলির সেই কৃতিত্বকে স্পর্শ করলেন বুমরা। পার্থেও এটা ভারতের দ্বিতীয় টেস্ট জয়। ১৬ বছর আগে পার্থে প্রথম টেস্ট জিতেছিল ভারত।


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl

Copyright © 2025 Sports Time News Portal . All Rights Reserved. Designed by Avquora