মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ধীরে ধীরে বড় রানের দিকে এগোচ্ছিল অস্ট্রেলিয়া। অভিষেককারী সাম কনস্টাস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেনরা দলকে বড় ইনিংসের স্বপ্ন দেখাচ্ছিলেন। বল হাতে আবার জ্বলে উঠলেন বুমরা। তাঁর হাত ধরেই ম্যাচে ফিরল ভারত। ৩ উইকেটে ২৪০ থেকে দিনের শেষে অস্ট্রেলিয়া ৩১১/৬। অভিষেক টেস্টেই নজর কাড়লেন তরুণ সাম কনস্টাস।
মেলবোর্নের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বড় রান তুলে ভারতকে চাপে ফেলাই লক্ষ্য অসি অধিনায়কের। দারুণ শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খোয়াজা ও সাম কনস্টাস। অভিষেক টেস্টেই নজর কাড়লেন ১৯ বছর বয়সী কনস্টাস। নাথান ম্যাকসুইনির জায়গায় তাঁকে দলে নিয়ে নির্বাচকরা যে ভুল করেননি, প্রমাণ করে দিলেন। টেস্ট শুরুর দু’দিন আগে বলেছিলেন, যশপ্রীত বুমরার চ্যালেঞ্জ নেওয়ার জন্য তিনি তৈরি। সেটা যে মুখের কথা ছিল না, সত্যিই দেখিয়ে দিলেন।
অনেকটা ডেভিড ওয়ার্নার ঢংয়ে ব্যাট করেন। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ছন্দ পেতে দেননি যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশদীপদের। সপ্তম ওভারের দ্বিতীয় বলেই যেভাবে বুমরাকে ছক্কা হাঁকান, তাতে বোঝা গেল বুকে পাটা আছে। ওই ওভারেই আরও একটা বাউন্ডারি হাঁকান কনস্টাস। একাদশ ওভারে বুমরাকে একটা ছক্কা ও দুটি চার মারেন। ৫২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কনস্টাস। অস্ট্রেলিয়ার দ্বিতীয় কমবয়সী ক্রিকেটার হিসেবে টেস্টে হাফ সেঞ্চুরি করলেন। অভিষেকেই দারুণ নজর কাড়লেন এই অসি ওপেনার। শেষ পর্যন্ত ৬৫ বলে ৬০ রান করে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন।
এরপর দলকে এগিয়ে নিয়ে যান খোয়াজা ও মার্নাস লাবুশেন। এই দুই ব্যাটারই চতুর্থ টেস্টে রান পেলেন। বুমরাকে আক্রমণে নিয়ে জুটি ভাঙেন রোহিত। লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন খোয়াজা (১২১ বলে ৫৭)। লাবুশেন যেভাবে খেলছিলেন, সেঞ্চুরি পাওয়া উচিত ছিল। কিন্তু মনসংযোগ হারিয়ে আউট হলেন। ওয়াশিংটন সুন্দরের নির্বিষ ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে তুলে মারতে গিয়ে কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন লাবুশেন (১৪৫ বলে ৭২)।
লাবুশেন আউট হতেই মোক্ষম চাল দেন ভারতীয় অধিনায়ক। ট্রাভিস হেড ক্রিজে আসতেই আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে বুমরাকে আক্রমণে নিয়ে এসেছিলেন রোহিত শর্মা। আর তাতেই সাফল্য। বুমরার ইনসুইং ডেলিভারি ছেড়ে দিয়েছিলেন হেড (৭ বলে ০)। ভেবেছিলেন বল বেরিয়ে যাবে। কিন্তু বুমরার ইনসুইং ডেলিভারি অফস্টাম্পের মাথায় গিয়ে আঘাত করে। এক ওভার পরেই মিচেল মার্শকেও (৪) তুলে নিয়ে ভারতকে দারুণভাবে ম্যাচে ফেরান বুমরা। এরপর স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারিকে টানছিলেন অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় নতুন বলে ক্যারিকে (৪১ বলে ৩১) তুলে নেন আকাশদীপ। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ৩১১ রান তুলেছে। ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ (৬৮) ও প্যাট কামিন্স (৮)। ৭৫ রানে ৩ উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা।