বড় ধাক্কা ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে। প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন যশস্বী জয়সওয়ালও। যশস্বীর পরিবর্তে ১৫ জনের দলে ঢুকেছেন বরুণ চক্রবর্তী। দল থেকে বাদ পড়লেও নন–ট্রাভেলিং সদস্য হিসেবে রাখা হয়েছে যশস্বীকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার–গাভাসকার ট্রফিতে জানুয়ারিতে সিডনি টেস্টে খেলার সময় পিঠে অস্বস্তি অনুভব করছিলেন যশপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসে বোলিংই করতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌও খেলতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তা সত্ত্বেও তাঁকে প্রাথমিক দলে রাখা হয়েছিল। ঠিক হয়েছিল, পুরো ফিট হলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের পর্যবেক্ষণে ছিলেন বুমরা। ফিটনেস টেস্টে উত্তীর্ণ না হওয়ায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন। বেঙ্গালুরুতে বুমরার রিহ্যাব শুরু হয়েছে। কবে বোলিংয়ে ফিরবেন, এখনও স্পষ্ট নয়।
এই নিয়ে দ্বিতীয়বার আইসিসি–র প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন বুমরা। এর আগে ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপেও পিঠে চোটের কারণে খেলতে পারেননি। সেই চোট সারাতে অস্ত্রোপচারও করা হয়েছিল। মঙ্গলবারই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে শেষ মুহুর্তে রদবদলের সময়সীমা শেষ হয়েছে। ভারত এদিনই ১৫ জনের চূড়ান্ত দল জানিয়ে দিয়েছে আইসিসি–কে। পরে যে কোনও পরিবর্তনের জন্য প্রতিযোগিতার টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।
জানুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ড সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সময় ইংল্যান্ডের সিরিজের জন্য বুমরার ব্যাকআপ হিসেবে হর্ষিত রানাকে রাখা হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছে হর্ষিতের। দুটি ম্যাচেই বেশ ভাল বোলিং করেছেন। দুবাইয়ের উইকেটের কথা ভেবে যশস্বী জয়সওয়ালের জায়গায় স্পিনার বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছে। বরুণ চক্রবর্তীরও চলতি সিরিজে অভিষেক।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের চূড়ান্ত ১৫ জনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ–অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী। নন ট্রাভেলিং পরিবর্ত: যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ ও শিবম দুবে। প্রয়োজন পড়লে এরা দুবাইয়ে যাবেন।