সৈয়দ মুস্তাক আলি, বিজয় হাজারে ট্রফির পর রঞ্জি ট্রফিতেও আবার সেই ব্যর্থতার ইতিহাস। হরিয়ানার কাছে লিগ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে রঞ্জি ট্রফির নক আউটের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল বাংলার। ঘরের মাঠে হরিয়ানার কাছে ২৮৩ রানে বিধ্বস্ত হারতে হল। চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল বাংলাকে। সুরজ সিন্ধু জয়সওয়ালের দুরন্ত বোলিংয়ের মর্যাদা দিতে পারলেন না বাংলার ব্যাটাররা।
কল্যাণীর ঘাসে ভরা উইকেটে টস জিতে হরিয়ানাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। সুরজ সিন্ধুর দুরন্ত বোলিংয়ের সামনে ১৫৭ রানে গুটিয়ে গিয়েছিল হরিয়ানা। জবাবে বাংলা তোলে মাত্র ১২৫ রান। দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়ায় হরিয়ানা। ৩৩৬ রানের শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস।
দ্বিতীয় দিনের শেষে হরিয়ানা রান ছিল ২ উইকেটে ১৫৮। সেখান থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে। হিমাংশু রানা ও নিশান্ত সিন্ধুর জুটি হরিয়ানাকে এগিয়ে নিয়ে যায়। ৭২ রান করেন হিমাংশু রানা। অন্যদিকে, ৮০ রান করেন নিশান্ত সিন্ধু। এই দুজনকেই তুলে নেন মহম্মদ কাইফ। রোহিত শর্মা (২৮) ও জয়ন্ত যাদব (২৯) হরিয়ানাকে ৩০০ রানের গণ্ডি পার করে দেন। শেষ পর্যন্ত ৩৩৬ রানে গুটিয়ে যায় হরিয়ানার দ্বিতীয় ইনিংস। দ্বিতীয় ইনিংসেও বিধ্বংসী হয়ে ওঠেন সুরজ সিন্ধু জয়সওয়াল। ৯১ রানে তুলে নেন ৫ উইকেট। ৩ উইকেট নেন মহম্মদ কাইফ। ২টি উইকেট নেন মুকেশ কুমার।
জয়ের জন্য ৩৬৯ রানের বিশাল লক্ষ্য সামনে নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও বিপর্যয়ে পরে বাংলা। ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায়। মাত্র ৩ রান করে আউট হন ঋত্বিক চ্যাটার্জি। এরপরই ধস নামে বাংলার ইনিংসে। পরপর আউট হন সুদীপ ঘরামি (৩), অঙ্কিত চ্যাটার্জি (২১), অনুস্টুপ মজুমদার (৩) অভিষেক পোড়েল (০)। ২৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পরে বাংলা। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ৮৫ রানে গুটিয়ে যায় বাংলা। সর্বোচ্চ রান ঋদ্ধিমান সাহার অপরাজিত ২৫। প্রদীপ্ত প্রামাণিক করেন ১২, মুকেশ কুমার ১১।
বাংলাকে হারিয়ে ৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে নক আউটে খেলা নিশ্চিত করল হরিয়ানা। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বাংলা। সমসংখ্যক ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কর্ণাটক। শেষ ম্যাচে বাংলা খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে। নক আউটে যেতে গেলে শেষ ম্যাচে বোনাসসহ জিততে হবে বাংলাকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে কর্ণাটক-হরিয়ানা ও কেরল-বিহার ম্যাচের দিকে। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে কেরল।