জয়ের জন্য ১৮০ রান তাড়া করতে নেমে ৪ ওভারের মধ্যেই ১০ রানে দলের সেরা ৪ ব্যাটার সাজঘরে। জয়ের আশা হয়তো ছেড়েই দিয়েছিল বাংলা। শাহবাজ আমেদের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ম্যাচে প্রত্যাবর্তন। সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেটের প্রথম ম্যাচে পাঞ্জাবকে ৪ উইকেটে হারিয়ে দুরন্ত জয় তুলে নিল বাংলা। ৪৯ বলে ১০০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন শাহবাজ আমেদ।
সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেটে পাঞ্জাব যে অন্যতম সেরা শক্তিশালী দল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। অর্শদীপ সিং, অভিষেক শর্মা, রমনদীপ সিং, প্রভসিমরন সিং, নেহাল ওয়াধেরা, মায়াঙ্ক মারকাণ্ডে, হরপ্রীত ব্রার মতো ক্রিকেটাররা খেলছেন পাঞ্জাবের হয়ে। ব্যাটিং দুর্দান্ত শক্তিশালী। এইরকম দলের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। দারুণ শুরু করেছিলেন অভিষেক শর্মা (৮ বলে ১৯)। কিন্তু বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি।
অভিষেক ফিরে যাওয়ার পর প্রভসিমরন সিং (১৯ বলে ৩৫), আনমলপ্রীত সিং (২১ বলে ৩৯) ঝড় তোলেন। সপ্তম ওভারে প্রভসিমরনকে তুলে নিয়ে জুটি ভাঙেন শাহবাজ আমেদ। পরের ওভারে আউট হন নমন ধীর (১২)। নেহাল ওয়াধেরা ২৬ বলে করেন ২৮। শেষদিকে ঝড় তোলেন অর্শদীপ সিং (১১ বলে অপরাজিত ২৩)। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৭৯ তোলে পাঞ্জাব। মহম্মদ সামি দাগ কাটতে ব্যর্থ। ৪ ওভারে ৪৬ রান দিয়ে মাত্র ১ উইকেট নেন।
জয়ের জন্য ১৮০ রান তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই আউট হন অভিষেক পোড়েল (০)। তাঁকে ফেরান অর্শদীপ সিং। পরের ওভারে সুদীপ চ্যাটার্জিকে (৪) তুলে নেন অভিষেক শর্মা। চতুর্থ ওভারে দ্বিতীয় ও তৃতীয় বলে করণ লাল (২) ও ঋত্বিক রায় চৌধুরিকে (০) ফেরান।
১০ রানে ৪ উইকেট হারানোর পর হাল ধরেন শাহবাজ আমেদ ও অধিনায়ক সুদীপ ঘরামি। একদিক ধরে রাখেন সুদীপ (৩১ বলে ৪৩)। অন্যপ্রান্তে ঝড় তোলেন শাহবাজ। সুদীপ যখন আউট হন বাংলা ১৩.৩ ওভারে ১২০। ঝড় অব্যাহত রেখে বাংলাকে জয় এনে দেন শাহবাজ (৪৯ বলে অপরাজিত ১০০, ৬টি ৪, ৭টি৬)। ঋত্বিক চ্যাটার্জি ১৩ বলে করেন ১৮। ১৯ ওভারেই ১৮১/৬ রানে পৌঁছে যায় বাংলা।
আরও পড়ুনঃ যশস্বী–লোকেশের ব্যাটে কোণঠাসা অস্ট্রেলিয়া, দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত