চোট কিংবা অসুস্থতাজনিত কারণ ছাড়া এতদিন আইপিএলে ক্রিকেটার বদল করা যেত না। ভারত–পাকিস্তান সীমান্ত উত্তেজনা বদলে দিল নিয়ম। ফ্র্যাঞ্চাইজিগুলিকে বাকি সময়ের জন্য অস্থায়ী প্রতিস্থাপন ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করার অনুমতি দেবে। তবে পরবর্তী নিলামের আগে সেই ক্রিকেটারদের ধরে রাখা যাবে না। এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার কারণে গত ৯ মে, শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করার কথা ঘোষণা করে। এরপর সোমবার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে, ১৭ মে থেকে পুনরায় আইপিএল শুরু হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড একটা নতুন সূচিও ঘোষণা করেছে। ৬টি ভেন্যুতে বাকি ম্যাচগুলি হবে। ফাইনাল ৩ জুন। তবে ফাইনালের ভেন্যু এখনও ঠিক হয়নি।
আইপিএল নতুন করে শুরু হলেও বেশ বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। অনেকেই আবার ভারতে আসতে চাইছেন না। অস্ট্রেলিয়ার ও দক্ষিণ আফ্রিকার কয়েকজন ক্রিকেটার আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার প্রস্তুতির জন্য আইপিএল থেকে সরে দাঁড়াতে চাইছেন। ইতিমধ্যেই নাম প্রত্যাহার করে নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার জ্যাক ফ্রেজার–ম্যাকগার্ক ও চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার জেমি ওভারটন।
আইপিএলের নিয়ম অনুসারে দলগুলি চোট–আঘাত কিংবা অসুস্থতার জন্য ক্রিকেটার পরিবর্তন করতে পারে, যদি তা মরশুমের দ্বাদশ ম্যাচের সময় কিংবা তার আগে ঘটে। তবে আইপিএল আয়োজক কমিটি বিশেষ পরিস্থিতিতে নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়মে ফ্র্যাঞ্চাইজিগুলিকে পুনর্বিন্যাসিত মরশুমের জন্য অস্থায়ী প্রতিস্থাপনকারী ক্রিকেটারদের সই করানোর অনুমতি দিয়েছে।
আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলিকে প্রতিস্থাপনের নিয়মের পুনর্মূল্যায়নের বিষয়ে একটি স্মারকলিপিতে জানিয়েছে, ‘জাতীয় দলের খেলার জন্য কিংবা ব্যক্তিগত কারণে বা কোনও চোট–আঘাত ও অসুস্থতার কারণে কিছু বিদেশি ক্রিকেটার যদি উপলব্ধ না হয়, তাহলে এই টুর্নামেন্টের সমাপ্তি না হওয়া পর্যন্ত অস্থায়ী প্রতিস্থাপন ক্রিকেটার নেওয়ার ব্যাপারে অনুমতি দেওয়া হবে।’ আরও জানানো হয়েছে, ‘এখন থেকে নেওয়া অস্থায়ী প্রতিস্থাপনকারী ক্রিকেটারদের পরবর্তী বছর ধরে রাখা যাবে না। অস্থায়ী প্রতিস্থাপনকারী ক্রিকেটারদের আইপিএল প্লেয়ার নিলাম ২০২৬–এর জন্য নথিভূক্ত করতে হবে।’
আইপিএল আরও স্পষ্ট করে জানিয়েছে যে, লিগ স্থগিতের আগে বদলি ক্রিকেটাররা লিগের পরবর্তী মরশুমের আগে ধরে রাখার যোগ্য থাকবে। টুর্নামেন্টের এক সপ্তাহ স্থগিতের ৪৮ ঘন্টা আগে চারজনকে চুক্তিবদ্ধ করা হয়েছিল। যার মধ্যে ছিলেন সাদিকুল্লাহ অটল (দিল্লি ক্যাপিটালস), মায়াঙ্ক আগরওয়াল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), লুয়ান–ড্রে প্রিটোরিয়াস এবং নান্দ্রে বার্গার (উভয়ই রাজস্থান রয়্যালস)।