এবছর ভারতে অনুষ্ঠিত হবে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ। মহিলাদের বিশ্বকাপের কোনও ম্যাচ পাচ্ছে না ইডেন। তবে ভারত–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে সিএবি–কে। অক্টোবরে ভারত–ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট কলকাতায় অনুষ্ঠিত হবে।
মহিলাদের বিশ্বকাপের আয়োজক কমিটি ও ভেন্যু ঠিক করতে এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভেন্যু চূড়ান্ত করার জন্য শনিবার কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক বসেছিল। বৈঠকে মহিলা বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত হয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ হবে বিশাখাপত্তনমে। মুল্লানপুর, ইন্দোর, তিরুবনন্তপুরম এবং গুয়াহাটিতে হবে মহিলাদের বিশ্বকাপের খেলাগুলি।
মহিলাদের বিশ্বকাপের ম্যাচ না পালেও কলকাতার ক্রিকেটপ্রেমীদের কাছে খুশির খবর থাকছে। অক্টোবরের প্রথম সপ্তাহে ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দল। ইডেনে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট হবে মোহালিতে। ২ তারিখ থেকে মোহালিতে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা। দ্বিতীয় টেস্ট ইডেনে, অক্টোবরের ১০ থেকে ১৪ তারিখ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পরই ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে টেস্ট ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে গুয়াহাটি। নভেম্বরে ভারত–দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট হবে আসামের রাজধানীতে। এই প্রথমবার কোনও টেস্ট ম্যাচ হবে গুয়াহাটিতে। ভারত–দক্ষিণ আফ্রিকা সিরিজে ৩০ নভেম্বর এবং ডিসেম্বরের ৩ ও ৬ তারিখ তিনটি একদিনের ম্যাচ খেলা হবে রাঁচি, রায়পুর ও বিশাখাপত্তনমে। এরপর থাকবে টি২০ সিরিজ। কটক, নাগপুর, ধরমশালা, লখনউ ও আমেদাবাদে টি২০ সিরিজের ম্যাচগুলি হবে ডিসেম্বরের ৯, ১১, ১৪, ১৭ ও ১৯ তারিখ।