তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত জুটি স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশকে। ১০০/১ থেকে হঠাৎই ধস। ৫ রানে ৭ উইকেট হারিয়ে চরম বিপর্যয়। এইরকম বিপর্যয় সামলে ওঠার মতো দক্ষতা বাংলাদেশের ছিল না। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের স্পিনে বেসামাল বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭৭ রানে হারিয়ে একদিনের সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের দুই জোরে বালার তাসকিন আমেদ ও তানজিম হাসান সাকিবের দাপটে শুরু থেকেই নড়বড়ে ছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও নিশান মাদুস্কা। চতুর্থ ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। নিসাঙ্কাকে (৮ বলে ০) তুলে নেন তানজিম। উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন নিসাঙ্কা। পরের ওভারেই মাদুস্কাকে (১৩ বলে ৬) ফেরান তাসকিন। সপ্তম ওভারে কামিন্দু মেন্ডিসকে (৪ বলে ০) তুলে নিয়ে শ্রীলঙ্কাকে কোনঠাসা করে দেন তাসকিনই।
২৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। এরপর কুশল মেন্ডিস ও চরিথ আসালঙ্কার হাত ধরে চাপ সামলে ঘুরে দাঁড়ায়। জুটি ভাঙেন তানবীর। তাঁর বলে এলবিডব্লু হন মেন্ডিস। ৪৩ বলে ৪৫ রান করেন তিনি। মেন্ডিস ফিরে যাওয়ার পর দলকে এগিয়ে নিয়ে যান আসালঙ্কা। তাঁকে কিছুটা সাহায্য করেন জেনিথ লিয়ানাগে (৪০ বলে ২৯), মিলান রত্নায়েকে (৩১ বলে ২২) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (২২ বলে ২২)। শেষ ওভারের প্রথম বলে আউট হন আসালঙ্কা। ১২৩ বলে ১০৬ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। আসালঙ্কা আউট হওয়ার পরের বলেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ৪৯.২ ওভারে ২৪৪ তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে তাসকিন আমেদ ৪৭ রানে ৪টি, তানজিম হাসান ৪৬ রানে নেন ৩ উইকেট।
জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে দলীয় ২৯ রানের মাথায় প্রথথ উইকেট হারায় বাংলাদেশ। আসিথা ফার্নান্ডোর বলে আউট হন পারভেজ হাসান (১৬ বলে ১৩)। এরপর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান তানজিদ হাসান ও নাজমুল হাসান শান্ত। এই জুটিই বাংলাদেশকে ১০০ রানে পৌঁছে দেয়। ১৭তম ওভারে রান আউট হন নাজমুল হাসান (২৬ বলে ২৩)। নাজমুল ও তানজিদের জুটিতে ওঠে ৭১।
নাজমুল আউট হওয়ার পরপরই ধস নামে বাংলাদেশ ইনিংসে। দ্রুত ৩ উইকেট হারায়। ১০০/১ থেকে হঠাৎই ১০৫/৮। ২৬ বলে মাত্র ৫ রানে ৭ উইকেট হারায় বাংলেদেশ। বাংলাদেশের ইনিংসে ধস নামান ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস। ১৮তম ওভারে ৩ বলের ব্যবধানে ফিরে যান লিটন দাস (০) ও তানজিদ হাসান (৬১ বলে ৬২)। দুজনকেই তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। পরের ওভারে তৌহিদ হৃদয়কে (১) ফেরান কামিন্দু মেন্ডিস।
২০ তম ওভারের প্রথম বলে মেহেদি হাসান মিরাজকে (০) তুলে নেন হাসারাঙ্গা। পরের ওভারে তানজিম হাসান (১) ও তাসকিন আমেদকে (০) ফেরান মেন্ডিস। জাকের আলি (৬৪ বলে ৫১) শ্রীলঙ্কার জয় একটু বিলম্বিত করেন। ৩৫.৫ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১০ রানে ৪ উইকেট নেন হাসারাঙ্গা। ১৯ রানে ৩ উইকেট কামিন্দু মেন্ডিসের।