আইসিসি–র একদিনের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন না কোনও ভারতীয় ক্রিকেটার। তবে টি২০ ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে রয়েছেন অর্শদীপ সিং। অর্শদীপের সঙ্গে লড়াইয়ে রয়েছেন জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা, পাকিস্তানের বাবর আজম ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।
বর্ষসেরা ক্রিকেটার নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে আইসিসি। শনিবারই উদীয়মান বর্ষসেরা ক্রিকেটারের জন্য চারজনের তালিকা প্রকাশ করেছে আইসিসি। রবিবার পুরুষদের একদিনের ও টি২০ ক্রিকেটে বর্ষসেরার ও মহিলাদের টি২০ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। পুরুষদের একদিনের ক্রিকেটে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই এবং ওয়েস্ট ইন্ডিজের শেরফানে রাদারফোর্ড।
এবছরটা দারুণ কেটেছে শ্রীলঙ্কার হাসারাঙ্গা ও মেন্ডিসের। হাসারাঙ্গা চলতি বছরে একদিনের ক্রিকেটে ২৬ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮৭ রান করেছেন। মেন্ডিস ১৭ ম্যাচে করেছেন ৭৪২। গড় ৫৩। আফগানিস্তানের আজমতুল্লাহ ১২ ম্যাচে করেছেন ৪১৭, গড় ৫২.১২। পাশাপাশি নিয়েছেন ৭ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের রাদারফোর্ড করেছেন ৪২৫ রান। গড় ১০৬.২৫।
টি২০ ক্রিকেটে পুরুষদের বিভাগে মনোনয়ন পেয়েছেন ভারতের জোরে বোলার অর্শদীপ সিং, জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা, পাকিস্তানের বাবর আজম ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। এবছর টি২০ ক্রিকেটে ১৮ ম্যাচে ৩৬ উইকেট নিয়েছেন অর্শদীপ সিং। গড় ১৩.৫০। সেরা বোলিং ৯ রানে ৪ উইকেট। পাকিস্তানের বাবর আজম ২৪টি টি২০ ম্যাচে ৭৩৮ রান করেছেন। গড় ৩৩.৫৪। সর্বোচ্চ ৭৫। জিম্বাবোয়ের সিকান্দার রাজা ব্যাটে ও বলে দারুণ সফল। ২৪ ম্যাচে ২৮.৬৫ গড়ে করেছেন ৫৭৩ রান। সর্বোচ্চ অপরাজিত ১৩৩। বল হাতে ২২.২৫ গড়ে নিয়েছেন ২৪ উইকেট। সেরা বোলিং ১৮ রানে ৫ উইকেট। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড চলতি বছর ১৫ ম্যাচে করেছেন ৫৩৯, গড় ৩৮.৫০। সর্বোচ্চ ইনিংস ৮০ রানের।
মহিলাদের টি২০ ক্রিকেটে বর্ষসেরা হওয়ার লড়াইয়ে মনোনয়ন পেয়েছেন ভারতের স্মৃতি মানধানা, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের, দক্ষিণ আফ্রিকার লৌরা উলভার্ট ও আয়ারল্যান্ডের ওরলা প্রেন্ডারগাস্ট। বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটারের তালিকায় আছেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস, পাকিস্তানের সাইম আয়ুব ও ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ।
আরও পড়ুনঃ পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা, চাপে ভারত ও অস্ট্রেলিয়া
আরও পড়ুনঃ জোড়া গোল রবি হাঁসদার, সার্ভিসেসকে ৪–২ ব্যবধানে হারিয়ে সন্তোষের ফাইনালে বাংলা