এক ইনিংসেই ৩৮ ধাপ উন্নতি, টি২০ র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের অভিষেক শর্মা
ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের শেষ ম্যাচে বিধ্বংসী হয়ে উঠেছিলেন অভিষেক শর্মা। তাঁর ব্যাটিং তাণ্ডবে উড়ে গিয়েছিল ইংল্যান্ড। ৫৪ বলে করেছিলেন ১৩৫ রান। এই দুরন্ত ইনিংসের সুবাদে আইসিসি–র টি২০ র্যাঙ্কিংয়ে একলাফে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের এই ওপেনার।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের শেষ ম্যাচে বিধ্বংসী হয়ে উঠেছিলেন অভিষেক শর্মা। তাঁর ব্যাটিং তাণ্ডবে উড়ে গিয়েছিল ইংল্যান্ড। টি২০ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়েছিলেন। ৫৪ বলে করেছিলেন ১৩৫ রান। এই দুরন্ত ইনিংসের সুবাদে আইসিসি–র টি২০ র্যাঙ্কিংয়ে একলাফে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের এই ওপেনার।
আজ, বুধবার আইসিসি–র টি২০ ব্যাটিং প্রকাশিত হয়েছে। ৩৮ ধাপ উন্নতি হয়েছে অভিষেকের। উঠে এসেছেন ২ নম্বরে। তাঁর সংগৃহীত রেটিং পয়েন্ট ৮২৯। এটাই তাঁর কেরিয়ারের সেরা রেটিং। শীর্ষস্থান ধরে রেখেছেন ট্রাভিস হেড। তাঁর রেটিং পয়েন্ট ৮৫৫। তিন নম্বরে নেমে গেছেন তিলক বর্মা। তাঁর রেটিং পয়েন্ট ৮০৩। এক ধাপ করে নেমে গিয়ে ইংল্যান্ডের ফিল সল্ট ও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব রয়েছেন যথাক্রমে ৪ ও ৫ নম্বরে। অর্থাৎ প্রথম ৫টি জায়গার মধ্যে ভারতীয়রা ৩টি জায়গা ধরে রেখেছেন। যশস্বী জয়সওয়াল রয়েছেন ১২ নম্বরে।
ভারতীয় বোলারদের মধ্যে অগ্রগতি হয়েছে বরুণ চক্রবর্তীরও। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন তিনি। তিন ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বরুণ। এক নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন। বোলিংয়ে প্রথম পাঁচের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (তৃতীয় স্থানে) ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা (চতুর্থ স্থানে)। টি২০ র্যাঙ্কিংয়ে প্রথম আটটি স্থানই স্পিনারদের দখলে। ৬ নম্বরে রয়েছেন ভারতের রবি বিষ্ণোই, ৭ নম্বরে শ্রীলঙ্কার মহেশ থিকসানা, ৮ নম্বরে আফগানিস্তানের রশিদ খান। অর্শদীপ সিং এক ধাপ নেমে চলে গিয়েছেন নয়ে। টি২০ অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন হার্দিক পান্ডিয়া।
টেস্টে ব্যাটারদের মধ্যে তিন ধাপ উঠে পাঁচে চলে এসেছেন স্টিভ স্মিথ। উসমান খোয়াজা ৬ ধাপ উঠে রয়েছেন ১১ নম্বরে। অভিষেকেই শতরানকারী জশ ইংলিস রয়েছেন ৮০ নম্বরে। টেস্টে বোলারদের মধ্যে ষষ্ঠ স্থানে নাথান লায়ন। বাঁহাতি পেসার মিচেল স্টার্ক দুই ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছেন।
We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl