ঘরের ছেলে মহম্মদ সামির আবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের আশায় বসে ছিল গোটা ইডেন। দর্শকদের অবশ্য প্রত্যাশাপূরণ হল না। প্রথম একাদশে ঠাঁই পাননি সামি। তবে দর্শকদের আক্ষেপ মিটিয়ে দিল ভারতের জয়। প্রথম টি২০ ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। অভিষেক শর্মার দুরন্ত ব্যাটিংই জয় এনে দিল ভারতকে। লাল বলের ক্রিকেটে পরপর সিরিজ হেরে ভারতীয় ক্রিকেট যখন গভীর অন্ধকারে। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্বস্তি এনে দিল ইংল্যান্ডের বিরুদ্ধে এই জয়।
ইডেনে রাতের শিশির বরাবরই ফ্যাক্টর। সেকথা মাথায় রেখেই টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তৃতীয় বলেই বিপর্যয় ইংল্যান্ডের। ফিল্ট সল্টকে (০) তুলে নেন অর্শদীপ সিং। তৃতীয় ওভারের পঞ্চম বলে ফেরান বেন ডাকেটকে (৪ বলে ৪)। ১৭ রান তোলার ফাঁকেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। এরপর হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে চাপ কাটানোর চেষ্টা করেন অধিনায়ক জস বাটলার। পাওয়ার প্লে–র ৬ ওভারে ইংল্যান্ড তোলে ৪৬/২।
এরপরই শুরু হয় বরুণ চক্রবর্তীর দাপট। ইংল্যআন্ডের মিডল অর্ডারে ভাঙন ধরান এই রহস্যময় স্পিনার। অষ্টম ওভারে প্রথমে ছিটকে দেন হ্যারি ব্রুকের (১৪ বলে ১৭) স্টাম্প। ২ বল পরেই বোল্ড করেন লিয়াম লিভিংস্টোনকে (০)। ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৭৪/৪। এরপর দ্রুত আরও ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। জ্যাক বেথেলকে (১৪ বলে ৭) ফেরান হার্দিক পান্ডিয়া। জেমি ওভারটনকে (১৩ বলে ২) তুলে নেন অক্ষর প্যাটেল।
একপ্রান্তে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকলেও অন্য প্রান্তে রান তোলার গতি ধরে রাখেন জস বাটলার। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬৮ রান করে তিনি বরুণ চক্রবর্তীর বলে নীতীশ রেড্ডির হাতে ক্যাচ দিয়ে আউট হন। জোফ্রা আর্চার ১০ বলে করেন ১২। ২০ ওভারে ইংল্যান্ড তোলে ১৩২। দুরন্ত বোলিং করে ২২ রানে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল। ১৭ রানে ২ উইকেট অর্শদীপ সিংয়ের। হার্দিক ও অক্ষরও ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৩৩ রানের লক্ষ্য একেবারেই কঠিন ছিল না ভারতের কাছে। দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা শুরুতেই ঝড় তোলায় কাজটা আরও সহজ হয়ে যায়। ৪ ওভারেই ৩৯ রানে পৌঁছে যায়। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে সঞ্জুকে (২০ বলে ২৬) তুলে নেন জোফ্রা আর্চার। পঞ্চম বলে ফেরান সূর্যকুমার যাদবকে (০)। পরপর ২ উইকেট হারালেও চাপে পড়েনি ভারত। অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং ভারতকে জয়ের দিকে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত ৩৪ বলে ৭৯ রান করে আউট হন অভিষেক। মারেন ৫টি ৪, ৮টি ৬। ১২.৫ ওভারে ১৩৩/৩ তুলে ম্যাচ জিতে নেয় ভারত। ১৬ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন তিলক ভার্মা।
We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl