ক্রীড়াবিদদের জীবনী নিয়ে বায়োপিক তৈরির যেন ঢল নেমেছে। মিলখা সিং থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি, মিতালি রাজ, মেরি কম, ঝুলন গোস্বামীদের নিয়ে আগেই বায়োপিক তৈরি হয়েছে। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বায়োপিকের কাজ অনেকটাই এগিয়ে গেছে। এবার বায়োপিক তৈরি হতে চলেছে যুবরাজ সিংকে নিয়ে। টি–সিরিজ যুবিকে নিয়ে বায়োপিক তৈরির কাজে এগিয়ে এসেছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যুবরাজের বায়োপিক তৈরির কথা ঘোষণা করা হয়েছে।
যুবরাজের বায়োপিকে যেমন তাঁর কৈশোরের ক্রিকেটীয়জীবন তুলে ধরা হবে, তেমনই থাকবে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে এক ওভারে ৬টি ছক্কা মারার ঘটনাও। এছাড়া ক্যান্সারের মতো কঠিন ব্যাধি থেকে উঠে এসে আবার ক্রিকেট মাঠে প্রত্যাবর্তনের কাহিনীও তুলে ধরা হবে। তুলে ধরা হবে ব্যক্তিগত জীবনের কথাও। টি–সিরিজের প্রযোজক ভূষণ কুমার ও সহ প্রযোজক রবি ভাগচণ্ডকা যুবরাজকে নিয়ে বায়োপিক তৈরি করছেন।
এর আগে ‘শচীন: আ মিলিয়ন ড্রিমস’, মুক্তির অপেক্ষায় থাকা আমির খানের ‘সিতারে জমিন পর’–এর মতো সিনেমার প্রযোজনা করেছেন ভূষণ কুমার ও রবি ভাগচণ্ডকা। যুবরাজের বায়োপিকের পরিচালক কে হবেন, এখনও চূড়ান্ত হয়নি। তাঁর চরিত্রে কে অভিনয় করবেন, তাও এখনও ঠিক হয়নি। খুব শীঘ্রই চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন প্রযোজক ভূষণ কুমার। তিনি বলেন, ‘যুবরাজের বায়োপিকে উদীয়মান ক্রিকেট প্রতিভা থেকে ক্রিকেটের হিরো কিংবা রিয়েল লাইফের হিরো হয়ে ওঠার নানা ঘটনা থাকবে। যুবরাজের কীর্তিকে আরও বেশি প্রচার করে সকলকে প্রেরণা দেওয়ার উদ্দেশ্য নিয়েই বায়োপিক তৈরির ভাবনা।’
তাঁকে নিয়ে ভূষণ কুমার ও রবি ভাগচণ্ডকা বায়োপিক তৈরি করতে এগিয়ে আসায় সম্মানিত যুবরাজ। তিনি বলেন, ‘ভূষণ ও রবি আমার জীবনের গল্প সকলের সামনে তুলে ধরার যে উদ্যাগ নিয়েছেন তাতে আমি সম্মানিত। এই বায়োপিক সবাইকে জীবনের চ্যালেঞ্জ অতিক্রমে অনুপ্রেরণা জোগাবে।’