অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ফাইনালে ঘটে গেল এক কাকতালীয় ঘটনা। ফাইনালে মুখোমুখি হয়েছিলেন ইতালির ইয়ানিক সিনার ও জার্মানির আলেকজান্ডার জেরেভ। সিনারের যেমন একদিকে তৃতীয় গ্র্যান্ড স্লাম ফাইনাল, তেমনি জেরেভেরও দুজনেই হ্যাটট্রিক করলেন। একজন চ্যাম্পিয়ন হওয়ার, অন্যজন রানার্সের। জীবনের তৃতীয় গ্র্যান্ড স্লাম ফাইনালে আলেকজান্ডার জেরেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন ইয়ানিক সিনার। ম্যাচের উল ৬–৩, ৭–৬ (৭–৪), ৬–৩।
সেমিফাইনালে চোটের জন্য নোভাক জকোভিচ ম্যাচ ছেড়ে দেওয়ায় ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিলেন জেরেভ। ফাইনালে অবশ্য ইয়ানিক সিনারের সামনে দাঁড়াতেই পারেননি। প্রথম সেটে ৬–৩ ব্যবধানে উড়ে যান । দ্বিতীয় সেটে অবশ্য কিছুটা লড়াই করে। কিন্তু টাইব্রেকারে শেষ পর্যন্ত ৭–৬ (৭–৪) ব্যবধানে দ্বিতীয় সেট জিতে নেন সিনার। তৃতীয় সেটে দাঁড়াতেই দেননি জেরেভকে। ৬–৩ ব্যবধানে জিতে খেতাব ধরে রাখেন।
গতবছর দুটি গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলেছিলেন সিনার। অস্ট্রেলিয়ান ওপেনে হারিয়েছিলেন দানিল মেদভেদেভকে। ইউএস ওপেনে টেলর ফ্রিৎজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। শনিবার জীবনের তৃতীয় গ্র্যান্ড স্লাম খেললেন। এবারও চ্যাম্পিয়ন। অর্থাৎ গ্র্যান্ড স্লাম ফাইনালে জয়ের হ্যাটট্রিক হল সিনারের। অন্যদিকে, ফাইনালে হারের হ্যাটট্রিক হল জেরেভেরও। এই নিয়ে তৃতীয়বার তিনি গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন। প্রথমবার ২০২০ সালে ইউএস ওপেনে, গতবছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে। তিনবারই পরাজয়।
টেনিসের উন্মুক্ত যুগে অষ্টম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লামে ক্যারিয়ারের প্রথম তিন বা তার বেশিবার ফাইনাল খেলে সব কটিতেই চ্যাম্পিয়ন হলেন ইতালির ২৩ বছর বয়সী তারকা সিনার জিতলেন। সবথেকে বেশি জেতার রেকর্ড রয়েছে রজার ফেডেরারের। নিজের প্রথম সাতটি গ্র্যান্ড স্লামের ফাইনালেই জিতেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে কার্লোস আলকারাজের। জীবনের প্রথম চারটি গ্র্যান্ড স্লামের ফাইনাল উঠে চারটিতেই শিরোপা জিতেছেন। আরো একটা নজির গড়েছেন সিনার। ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি গ্র্যান্ড স্লামে চ্যাম্পিয়ন হলেন।
আরও পড়ুনঃ হ্যাটট্রিক হল না সাবালেঙ্কার, অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস