চলতি উইম্বলডনে ছোটখাটো দু–একটা অঘটন বাদে প্রত্যাশামতোই এগোচ্ছেন তারকারা। আগের দিনই তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন ইয়াগ্নিক সিনার, কার্লোস আলকারাজ, ড্যানিল মেদভেদেভরা। এবার তৃতীয় রাউন্ডে উঠলেন নোভাক জকোভিচও। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি হারিয়েছেন ব্রিটেনের জেকব ফিয়ার্নলিকে। মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে উঠেছেন ইয়া স্বিয়াতেকও।
জেকব ফিয়ার্নলির বিরুদ্ধে দারুণ শুরু করেছিলেন জকোভিচ। প্রথম দুটি সেটে ফিয়ার্নলিকে দাঁড়াতেই তেননি। ৬–৩, ৬–৩ ব্যবধানে জিতে নেন। তৃতীয় সেটে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন ফিয়ার্নলি। ৭–৫ ব্যবধানে জিতে ২–১ করেন। চতুর্থ সেটেই জকোভিচকে চাপের মধ্যে ফেলে দিয়েছিলেন ব্রিটেনের এই টেনিস তারকা। শেষ পর্যন্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ৭–৫ ব্যবধানে চতুর্থ সেট জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছে যান জকোভিচ। তৃতীয় রাউন্ডে জকোভিচ খেলবেন অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পপিরিনের বিরুদ্ধে।
মহিলাদের সিঙ্গলে আগের দিনই তৃতীয় রাউন্ডে উঠেছেন কোকো গফ। এবার তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ইগা স্বিয়াতেকও। দ্বিতীয় রাউন্ডে ৬–৪, ৬–৩ ব্যবধানে তিনি হারিয়েছেন ক্রোয়েশিয়ার পেত্রা মার্টিচকে। এই নিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত স্বিয়াতেক। তৃতীয় রাউন্ডে তিনি খেলবেন কাজাখস্তানের ইউলিয়া পুতিনসেভার বিরুদ্ধে।
এদিকে, অ্যান্ডি মারেকে আবেগঘন বিদায় জানালেন রজার ফেদেরার, ভেনাস উইলিয়ামস এবং নোভাক জকোভিচরা। সিঙ্গলস থেকে নাম প্রত্যাহার করার পর ভাই জেমির সাথে ডাবলসে জুটি বেঁধেছিলেন। প্রথম রাউন্ডেই অস্ট্রেলিয়ান জুটি জন পিয়ার্স এবং রিঙ্কি হিজিকাতার কাছে ৬–৭, ৪–৬ ব্যবধান হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে মারে ভ্রাতৃদ্বয়। এটাই ছিল অ্যান্ডি মারের শেষ উইম্বলডন ম্যাচ। ফেডেরার, ভেনাস, জকোভিচরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আবেগঘন বার্তা দিয়েছেন মারের উদ্দেশ্যে।