প্রথম সেটে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন। তিন ঘন্টার বেশি সময় ধরে চলা দুরন্ত লড়াইয়ে নোভাক জকোভিচ বু
ঝুঝিয়ে দিলেন, তাঁর শ্রেষ্ঠত্ব। আলেকজান্ডার জেরেভকে ৪–৬, ৬–৩, ৬–২, ৬–৪ গেমে হারিয়ে ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছে জকোভিচ। সামনে এবার ইয়ানিক সিনার। বিশ্বের এই একনম্বর তারকাকে হারাতে পারলেই ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন।
ম্যাচের শুরুতেই জকোভিচের সার্ভিস ভেঙে চমক দিয়েছিলেন জেরেভ। প্রথম সেটটি জিতেও নিয়েছিলেন। কিন্তু পরের দিকে আর চাপ ধরে রাখতে পারেননি। জেরেভকে ড্রপ শটে ব্যতিব্যস্ত করে পরের দুটি সেটে দাঁড়াতেই দেননি জকোভিচ। ৬–৩ ও ৬–২ ব্যবধানে জিতে এগিয়ে যান। চতুর্থ সেটে কিছুটা লড়াই করলেও ম্যাচে ফিরতে পারেননি জেরেভ। ৬–৪ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে যান। এটা জকোভিচের ফরাসি ওপেনে ১০১ তম জয়।
বিশ্বের ১ নম্বর তারকা ইয়ানিক সিনারের বিরুদ্ধে লড়াই যে সহজ হবে না, মেনে নিয়েছেন জকোভিচ। তিনি বলেন, ‘আমার বয়সে, এই স্তরে, এমন পরিবেশে, ম্যাচ খেলতে পারা এবং সাশার মতো খেলোয়াড়দের হারানো, এটা অবিশ্বাস্য। আমি এটা উপভোগ করছি, কিন্তু আমাকে সিনার সম্পর্কে ভাবতে হবে। সে প্রায় নিখুঁত। কিন্তু উন্নতি করার চেষ্টা করে চলেছে, এটা চিত্তাকর্ষক। সেমিফাইনাল অত্যন্ত কঠিন হতে চলেছে।’
অন্যদিকে, দুরন্ত ছন্দে থাকা ইয়ানিক সিনার সহজেই সেমিফাইনালে উঠেছেন। ১ ঘন্টা ৪৮ মিনিটের লড়াইয়ে উড়িয়ে দিয়েছেন আলেকজান্ডার বুবলিককে। প্রথম সেটে মাত্র একটা সার্ভিস ধরে রাখতে সমর্থ হন বুবলিক। ৬–১ ব্যবধানে জিতে নেন সিনার। দ্বিতীয় সেটে অবশ্য কিছুটা লড়াই করেন বুলিক। ৭–৫ ব্যবধানে হারে। তৃতীয় সেটে আবার তাঁকে দাঁড়াতেই দেননি। ৬–০ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে যান। ২০২৪ সাল থেকে গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টে দুর্দান্ত সাফল্য সিনারের। ২০২৪ সালের ইউএস ওপেনের পর থেকে তিনি টানা ১৯টি ম্যাচ জিতলেন।