উইম্বলডলে পুরুষদের সিঙ্গলসে তারকারা এগিয়ে চললেও মহিলাদের সিঙ্গলসে অঘটন অব্যাহত। কার্লোস আলকারাজ, ইয়ানিক সিনাররা পৌঁছে গেছেন কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে চতুর্থ রাউন্ড থেকে ছিটকে গেলেন দ্বিতীয় বাছাই কোকো গফ ও এমা রাদুকানু। পুরুষদের ডাবলসে আগেই শেষ হয়ে গেছে দ্বিতীয় বাছাই রোহন বোপান্না ও ম্যাথু এবডেনের অভিযান।
পুরুষদের সিঙ্গলসে প্রি–কোয়ার্টার ফাইনালে ১৬ নম্বর বাছাই ফ্রান্সের উগো হামবার্টের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন কার্লোস আলকারাজ। প্রথম দুটি সেট ৬–৩, ৬–৪ ব্যবধানে জিতলেও তৃতীয় সেটে ছন্দপতন। আলকারাজকে ৬–১ ব্যবধানে উড়িয়ে দেন। চতুর্থ সেটেও বিশ্বের ৩ নম্বর তারকাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন হামবার্ট। শেষ পর্যন্ত কঠিন লড়াই করে ৭–৫ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান আলকারাজ।
শীর্ষবাছাই ইয়ানিক সিনারও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তাঁকে অবশ্য আলকারাজের মতো বেগ পেতে হয়নি। তবে তৃতীয় সেটে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন বেন শেলটন। প্রথম দুটি সেট ৬–২, ৬–৪ ব্যবধানে সহজেই জিতে নেন সিনার। তৃতীয় সেট টাইব্রেকারে নিয়ে যান শেলটন। শেষ পর্যন্ত ৭–৬ (৯–৭) ব্যবধানে তৃতীয় সেট জিতে শেষ আটে পৌঁছে যান সিনার। পঞ্চম বাছাই ড্যানিল মেদভেদেভও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। প্রথম সেট চলাকালীন গ্রেগর দিমিত্রভ চোট পান। আর তিনি কোর্টে ফিরতে পারেননি। মেদভেদেভকে ওয়াকওভার দেন। সেই সময় মেদভেদেভ ৫–৩ ব্যবধানে এগিয়ে ছিলেন।
মহিলাদের সিঙ্গলসে বিশ্বের ১৯ নম্বর খেলোয়াড় এমা নাভারোর কাছে ৬–৪, ৬–৩ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। প্রাক্তন ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাদুকানুকে ৬–২, ৫–৭, ৬–২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন লুলু সান। অন্যদিকে, বিশ্বের ৭ নম্বর তারকা ইতালির জেসমিন পাওলিনিও শেষ আটে উঠেছেন। চতুর্থ রাউন্ডে তিনি ওয়াকওভার পান ম্যাডিসন কিসের কাছে। ম্যাচের উল ৬–৩, ৬–৭ (৬), ৫–৫ থাকার সময় চোটের জন্য ম্যাচ থেকে সরে দাঁড়ান কিস।
আরও পড়ুনঃ সবথেকে কম ম্যাচ খেলে সেঞ্চুরির রেকর্ড, বিধ্বংসী অভিষেক শর্মা বুঝিয়ে দিলেন তিনি তৈরি