প্যারিস অলিম্পিকে ইতিহাস মনু ভাকেরের। স্পর্শ করলেন ১২৪ বছরের পুরনো রেকর্ড। ১৯০০ সালে এই প্যারিসে প্রথম অলিম্পিকের আসরে ব্রিটিশ শাসনাধীন ভারতের হয়ে দুটি পদক জিতেছিলেন নর্মান প্রিচার্ড। প্রিচার্ডের সেই কৃতিত্ব স্পর্শ করলেন মনু। তবে স্বাধীন ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে একই অলিম্পিকের আসরে দুটি পদক জিতে রেকর্ড গড়লেন এই ভারতীয় শুটার। অন্যদিকে, সরবজ্যোত সিংয়ের প্রথম অলিম্পিক পদক।
রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের। মঙ্গলবার ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সরবজ্যোত সিংয়ের সঙ্গে জুটি বেঁধে ব্রোঞ্জ জিতলেন। ভারতের প্রথম শুটার হিসেবেও দুটি অলিম্পিক পদক ঝুলিতে ভরলেন মনু ভাকের। তাঁর সামনে পদক জয়ের হ্যাটট্রিকের হাতছানিও রয়েছে। এখনও মহিলাদের টিম ইভেন্ট বাকি।
কোরিয়ার সঙ্গে এদিন ব্রোঞ্জ জয়ের লড়াই ছিল ভারতের। প্রথম শটেই এগিয়ে যায় কোরিয়া। সরবজ্যোত স্কোর করেন ৮.৬, মনু করেন ১০.২। দ্বিতীয় শটে এগিয়ে যায় ভারত। মনুর স্কোর ১০.৭, সরবজ্যোতের ১০.৫। তৃতীয় শটেও লিড ধরে রাখে ভারত। মনু ও সরবজ্যোত দুজনই স্কোর করেন ১০.৪। চতুর্থ শটে মনুর স্কোর ১০.৭, সরবজ্যোতের ১০। ৬-২ ব্যবধানে এগিয়ে ভারত।
পঞ্চম শটেও ব্যবধান আরও বাড়ে ভারতের। মনু স্কোর করেন ১০.৫, সরবজ্যোত ৯.৬। ষষ্ঠ শটে জিতে ব্যবধান কমায় কোরিয়া। মনুর স্কোর ১০, সরবজ্যোতের ১০.২। সপ্তম শটে মনু স্কোর করেন ১০.৬, সরবজ্যোত ৯.৪। ভারত এগিয়ে যায় ১০-৪ ব্যবধানে। সরবজ্যোতের দুর্বলতা এদিন বারবার ঢেকে দিয়েছেন মনু। অষ্টম শটে জিতে কোরিয়া ব্যবধান কমায় (১০-৬)। নবম শটে আবার ব্যবধান বাড়ায় ভারত। মনুর স্কোর ১০, সরবজ্যোতের ১০.৫।
দশম শটের পর ভারত এগিয়ে যায় ১৪-৬ ব্যবধানে। মনু মারেন ১০.৫, সরবজ্যোৎ মারেন ১০.৩। একাদশ শটে ভাল করতে পারেননি মনু ও সরবজ্যোত। ব্যবধান কমিয়ে ১৪-৮ করে ফেলে কোরিয়া। দ্বাদশ শটেও জেতে কোরিয়া। ভারতের পক্ষে ব্যবধান দাঁড়ায় ১৪-১০। চাপ বেড়ে যায় ভারতের ওপর। ত্রয়োদশ শটেই পদক নিশ্চিত হয়ে যায় ভারতের। মনু স্কোর করেন ৯.৪, সরবজ্যোৎ ১০.২। ১৬-১০ ব্যবধানে জিতে পদক নিশ্চিত করে ভারত।ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয়। এই নিয়ে দুটি ব্রোঞ্জ জিতল ভারত। দুটিই এল শুটিংয়ের হাত ধরে।
আরও পড়ুনঃ স্বীকৃতির মর্যাদা, সুহেলের দুরন্ত হ্যাটট্রিকে টালিগঞ্জকে গোলের মালা মোহনবাগানের