২০২১ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। ‘ডাবল’ করার স্বপ্ন নিয়ে প্যারিস গেছেন লভলিনা বরগোহাইন। প্যারিস অলিম্পিকে শুধু তিনি নিজেই পদকের স্বপ্ন দেখছেন না, তাঁকে ঘিরে স্বপ্ন দেখছে দেশবাসী। প্রত্যাশা অনেকটাই। নিজের স্বপ্ন, দেশবাসীর প্রত্যাশাপূরণের দিকে অনেকটাই এগিয়ে গেলেন লভলিনা বরগোহাইন। মহিলাদের ৭৫ কেজি বিভাগে নরওয়ের সুনিভা হফস্টাডকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এই ভারতীয় বক্সার।
প্রি–কোয়ার্টার ফাইনালে লভলিনার প্রতিপক্ষ ছিলেন নরওয়ের সুনিভা হফস্টাড। এদিন প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি লভলিনা। যদিও আক্রমণাত্মক শুরু করেছিলেন হফস্ট্যাড। জ্যাব ও ডান হুকের মাধ্যমে প্রথম রাউন্ডে প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহ করেন লভলিনা। প্রথম রাউন্ডে ৫–০ ব্যবধানে এগিয়ে যান। দ্বিতীয় রাউন্ডে কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়েন সুনিভা। তৃতীয় রাউন্ডে দুজনই আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেন। শেষপর্যন্ত ৫–০ ব্যবধানে সুনিভাকে উড়িয়ে শেষ আটে পৌঁছে যান লভলিনা। কোয়ার্টার ফাইনালে চীনের লি কিয়ানের বিরুদ্ধে খেলবেন লভলিনা। লি কিয়ানের কাছে ২০২২ হাংঝৌ এশিয়ান গেমসে হেরেছিলেন লভলিনা।
লভলিনা পদকের দিকে এগিয়ে গেলেও ভারতের বাকি বক্সাররা হতাশ করেছেন। অলিম্পিকে অভিষেকে দাগ কাটতে পারলেন না জেসমিন ল্যাম্বোরিয়ার। যদিও তাঁর লড়াইটা যথেষ্ট কঠিন ছিল। মহিলাদের ৫৭ কেজি বিভাগে প্রথম রাউন্ডে জেসমিনের প্রতিপক্ষ ছিলে টোকিও অলিম্পিকের রুপোজয়ী ফিলিপিন্সের নেস্তি পেটেসিও। কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জজয়ী জেসমিনকে ৫–০ ব্যবধানে উড়িয়ে দেন ফিলিপিন্সের এই বক্সার।
মহিলেদের ৫৪ কেজি বিভাগেও হতাশ করেছেন প্রীতি। যদিও জেসমিনের মতো আত্মসমর্পন করেননি তিনি। প্রি–কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত লড়াই করে কলম্বিয়ার ইয়েনি আরিয়াস কাস্তানেদার কাছে ৩–২ ব্যবধানে পরাজিত হন। প্রথম রাউন্ডে ভিয়েতনামের টাকা ভো–কে পরাজিত করেছিলেন প্রীতি।
পুরুষদের বিভাগে হতাশ করেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অমিত পাঙ্গাল। পুরু্যদের ৫১ কেজি বিভাগে দু’বারের আফ্রিকান চ্যাম্পিয়ন জাম্বিয়ার প্যাট্রিক চিনয়েম্বার কাছে ৪–১ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। আগের সাক্ষাৎকারে কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে এই চিনয়েম্বাকে পরাজিত করেছিলেন অমিত পাঙ্গাল।
আরও পড়ুনঃ শেষ ২ ওভারে রিঙ্কু–সূর্যর ৪ উইকেট, নাটকীয় ম্যাচে সুপার ওভারে জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ ভারতের