মালয়েশিয়ার রেকর্ড ভেঙে দেবে ভারত! অভিষেক নয়নরা যেভাবে শুরু থেকেই তান্ডব শুরু করেছিলেন, ভারতীয় সমর্থকদের আশা করাটা অন্যায় ছিল না। যদিও শেষপর্যন্ত অবশ্য রেকর্ড ভাঙতে পারেনি। তবে মালয়েশিয়ার নজির স্পর্শ করল ভারত। এশিয়া কাপ হকিতে গ্রুপের শেষ ম্যাচে ১৫–০ ব্যবধানে হারাল কাজাখস্তানকে। হ্যাটট্রিকসহ ৪ গোল অভিষেকের। সুখজিৎ সিং, জুগরাজ সিংও হ্যাটট্রিক করেন। পুল ‘এ’–তে গ্রুপ শীর্ষে থেকেই সুপার ফোরে ভারত। পুল ‘বি’–তে সোমবার মালয়েশিয়া ১৫–০ ব্যবধানে হারায় চাইনিজ তাইপেকে। মালয়েশিয়ার রেকর্ড স্পর্শ করলেও ভাঙতে পারলেন না হরমনপ্রীতরা।
ভারত ও কাজাখস্তানের মধ্যে আকাশপাতাল তফাৎ। বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারত রয়েছে ৭ নম্বরে। অন্যদিকে, কাজাখস্তান রয়েছে ৮১ নম্বরে। ৩১ বছর পর আবার এশিয়া কাপ খেলার সুযোগ পেয়েছে কাজাখস্তান। এইরকম দুর্বল দলের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় না পাওয়াটাই অস্বাভাবিক। ৫ মিনিট থেকেই ভারতের গোলের বন্যা শুরু। সূচনা করেন অভিষেক। মাঝমাঠ থেকে আসা লম্বা পাস ধরে ডি–বক্সে ঢুকে জোরালো হিটে গোল করেন। ৩ মিনিট পরেই আবার গোল অভিষেকের। প্রথম কোয়ার্টারের শেষলগ্নে ৩–০ করেন সুখজিৎ সিং। তার আগে সহজ সুযোগ নষ্ট করেন মনদীপ সিং।
দ্বিতীয় কোয়ার্টারে আরও চারটি গোল করেন অভিষেক, জুগরাজ সিং, হরমনপ্রীত সিং ও অমিত রোহিদাস। ২০ মিনিটে কাজাখস্তানের রক্ষণব্যুহ ভেদ করে হ্যাটট্রিক পূর্ণ করেন অভিষেক। ৪ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে পঞ্চম গোল করেন জুগরাজ। ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে ষষ্ঠ গোল এনে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। ২৯ মিনিটে অমিতের গোলে ৭–০।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবার ঝড় ভারতের। কাজাখস্তানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করতে থাকে। ৩ মিনিটেই ৩ গোল। ৩০ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ৮–০ করেন জুগরাজ সিং। পরের মিনিটে রাজিন্দার সিংয়ের গোলে ৯–০। ৩২ মিনিটে ভারতের হয়ে দশম গোলটি করেন সুখজিৎ সিং। একের পর এক গোল করে হাঁপিয়ে উঠেছিলেন হরমনপ্রীতরা। তাই হয়তো মিনিট ছয়েক বিরতি নিয়েছিলেন। ৩৮ মিনিটে আবার গোল সুখজিতের। ভারত এগিয়ে যায় ১১–০ ব্যবধানে। ৪৭ মিনিটে হ্যাটট্রিক জুগরাজের। ৫৪ ও ৫৫ মিনিটে পরপর দুটি গোল করেন সঞ্জয় সিং ও দিলপ্রীত সিং। ৫৮ মিনিটে নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোলটি করেন অভিষেক।
চীন ও জাপানকে পরপর দুটি ম্যাচে হারিয়ে আগেই সুপার ফোরে জায়গা করে নিয়েছিল ভারত। এদিন কাজাখস্তানকে ১৫–০ ব্যবধানে হারিয়ে গ্রুপ শীর্ষে শেষ করল। সুপার ফোরে বুধবার সামনে দক্ষিণ কোরিয়া। হরমনপ্রীতদের সামনে এবার কঠিন লড়াই।
আরও পড়ুনঃ দুর্দান্ত লড়াই করেও কাফা নেশনস কাপে শক্তিশালী ইরানের কাছে ৩ গোলে হার ভারতের