স্বপ্নপূরণ হল না সুরারেজদের, উরুগুয়েকে হারিয়ে কোপার ফাইনালে মেসিদের সামনে কলম্বিয়া
১৬ বার রেকর্ড সংখ্যক কোপা জয়ের স্বপ্ন দেখেছিল উরুগুয়ে। ডারউইন নুনিয়েজ, লুই সুয়ারেজদের সেই স্বপ্নপূরণ হল না। সেমিফাইনালে কলম্বিয়ার কাছে ১–০ ব্যবধানে হেরে বিদায় নিতে হল উরুগুয়েকে।
জয়ের পর উল্লাস কলম্বিয়ার ফুটবলারদের
সঞ্জয় সাহা
শেষ আপডেট: জুলাই ১১, ২০২৪
Share on:
১৬ বার রেকর্ড সংখ্যক কোপা জয়ের স্বপ্ন দেখেছিল উরুগুয়ে। ডারউইন নুনিয়েজ, লুই সুয়ারেজদের সেই স্বপ্নপূরণ হল না। সেমিফাইনালে কলম্বিয়ার কাছে ১–০ ব্যবধানে হেরে বিদায় নিতে হল উরুগুয়েকে। বিপক্ষের ১০ জন হয়ে যাওয়ারও সুযোগ নিতে পারলেন না উরুগুয়ের ফুটবলাররা। টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া। সামনে এবার আর্জেন্টিনা। ২০০১ সালের পর আবার কোপা জয়ের হাতছানি কলম্বিয়ার সামনে।
চড়া মেজাজে ম্যাচটা শুরু হয়েছিল। তবে কলম্বিয়ার ফুটবলারদের গা–জোয়ারি একটু বেশিই ছিল। তার মাঝেই দুই দলের সামনেই গোলের সুযোগ এসেছিল। তবে ৩৯ মিনিটে বাজিমাত করে যান কলম্বিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লেরমা। অধিনায়ক হামেস রড্রিগেজের কর্নার থেকে ভেসে আসা বলে হেডে গোল করেন লেরমা। এই গোলের কিছুক্ষণ পরেই বড় আঘাত নেমে আসে কলম্বিয়ার ওপর। প্রথমার্ধের ইনজুরি সময়ে উরুগুয়ের মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তেকে কনুই চালিয়ে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ার ড্যানিয়েল মুনোজ। ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে লড়তে হয় কলম্বিয়াকে।
আশা করা হয়েছিল দ্বিতীয়ার্ধে হয়তো ঘুরে দাঁড়াবে উরুগুয়ে। কিন্তু বিপক্ষের ১০ জন হয়ে যাওয়ার সুযোগ নিতে পারেনি মার্সেলো বিয়েলসার দল। গোলের একাধিক সুযোগ পেয়েছিলেন ডারউইন নুনিয়েজ ও পরিবর্ত হিসেবে মাঠে নামা লুই সুয়ারেজ। কিন্তু কাজে লাগাতে পারেননি। সুয়ারেজের শট পোস্টে লাগে। ইনজুরি সময়েও দুই দলের সামনে সুযোগ এসেছিল। উরুগুয়ে যেমন সমতা ফেরাতে পারেনি, কলম্বিয়াও ব্যবধান বাড়াতে পারেনি।
ম্যাচ শেষ হওয়ার পর কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন উরুগুয়ের ফুটবলাররা। তাঁদের পরিবারের সদস্যরা গ্যালারির ওই অংশে বসে খেলা দেখছিলেন। তাঁদের উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন কলম্বিয়ার সমর্থকরা। উরুগুয়ের ডারউইন নুনিয়েজ , রোনাল্ড আরাউহোরা ছুটে যান গ্যালারির ওই অংশে। এরপর কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন।
We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl