আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এবছর আইএসএল খেলার সুযোগ পেয়েছে মহমেডান স্পোর্টিং। কলকাতার দুই প্রধান যখন শক্তিশালী দল গড়েছে, অনেকটাই পিছিয়ে সাদাকালো শিবির। আর্থিক কারণে নতুন কোনও ফুটবলারের সঙ্গে চুক্তি করতে পারেনি। পরিস্থিতি বদলাতে চলেছে। ব্যাঙ্কার হিলের পাশাপাশি নতুন বিনিয়োগকারীর খোঁজে ছিলেন মহমেডান কর্তারা। অবশেষে চলে এসেছে শ্রাচী গ্রুপ। আর্থিক দিক দিয়ে সুরাহা হবে মহমেডানে। সুদিন ফিরবে ক্লাবের।
চুক্তিপত্রে সই করেন মহমেডান ক্লাবের সভাপতি আমিরুদ্ধিন ববি, শ্রাচী স্পোর্টসের ডিরেক্টর রাহুল টোডি ও ব্যাঙ্কার হিলেন দীপক সিং। হাজির ছিলেন মহমেডান ক্লাব সচিব ইস্তিয়াক আমেদ, আইএফএ সচিব অনির্বান দত্ত। ক্লাবের অন্য শীর্ষ কর্তারাও হাজির ছিলেন। ক্লাবের পাশে দাঁড়ানোর জন্য শ্রাচী স্পোর্টসকে কৃতজ্ঞতা জানিয়েছেন মহমেডান ক্লাব। শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি বলেন, ‘মহমেডান ছাড়া বাংলার ফুটবল এক পাও এগোবে না। তাই আমরা মহমেডানের সঙ্গে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিলাম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও চেয়েছিলেন আমরা মহমেডানের পাশে দাঁড়াই।’
ব্যাঙ্কার হিলের হাতে মহমেডানের শেয়ার ছিল ৬১ শতাংশ। আর ক্লাবের হাতে ছিল ৩৯ শতাংশ। বর্তমান বিনিয়োগকারী ব্যাঙ্কার হিলের কাছ থেকে ৫০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে শ্রাচী স্পোর্টস। অর্থাৎ ব্যাঙ্কার হিলের হাতে রইল ৩০.৫ শতাংশ শেয়ার। আর শ্রাচী স্পোর্টসের হাতে গেল ৩০.৫ শতাংশ। এই নতুন বিনিয়োগকারীর এগিয়ে আসার পেছনে কিন্তু সৌরভ গাঙ্গুলিরও বড় ভূমিকা রয়েছে। রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও উদ্যোগ। শ্রাচী স্পোর্টসের এগিয়ে আসাটা মহমেডান ক্লাবের কাছে ঐতিহাসিক মুহূর্ত। আগামী ৩ বছর বিনিয়োগ করবে শ্রাচী।
নতুন বিনিয়োগকারী আসায় আর্থিক দিক দিয়ে অনেকটাই শক্তিশালী হবে মহমেডান। আইএসএলের জন্য আগেই নতুন বিদেশি চূড়ান্ত করে ফেলেছেন সাদাকালো কর্তারা। টেকনিক্যাল কারণে অবশ্য বিদেশিদের নাম প্রকাশ্যে নিয়ে আসতে পারছেন না কর্তারা। নতুন তিন বিদেশির মধ্যে একজন ব্রাজিলের স্ট্রাইকার, ঘানার এক ডিফেন্সিভ মিডফিল্ডার ও আর একজন ইউরোপীয়ান স্ট্রাইকার। এছাড়া গতবার দলকে আই লিগে চ্যাম্পিয়ন করা তিন বিদেশিকেও রাখা হচ্ছে। বিদেশিদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন স্বদেশি ফুটবলারের সঙ্গেও চুক্তি করেছেন মহমেডান কর্তারা। অর্থাৎ শ্রাচী স্পোর্টস আসায় সুদিন ফিরতে চলেছে মহমেডান ক্লাবে।
আরও পড়ুনঃ কাতার বিশ্বকাপের ছায়া, মার্টিনেজের জবাব মিলোটের, বিতর্কিত ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স