২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের পর কুৎসিত অঙ্গভঙ্গী করে বিতর্কে জড়িয়েছিলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। অলিম্পিক ফুটবলেও বিতর্ক পিছু ছাড়ল না আর্জেন্টিনা–ফ্রান্স ম্যাচে। বিশ্বকাপে পরাজায়ের মধুর প্রতিশোধ নিল ফ্রান্স। আর্জেন্টিনাকে ১–০ ব্যবধানে হারিয়ে পৌঁছে গেল অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে। সবথেকে বড় কথা, ম্যাচের পর হাতাহাতি–রক্তারক্তি কাণ্ড। বিশ্বকাপে এমিলিয়ানোর মার্টিনেজের কুৎসিত অঙ্গভঙ্গির জবাব দিলেন ফ্রান্সের মিডফিল্ডার এনজো মিলোট।
অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে থেকেই উত্তেজনার পারদ চড়ছিল। ফ্রান্সের ফুটবলারদের উদ্দেশ্য করে বর্ণবৈষম্যমূলক গান করেন আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ। এই নিয়ে দারুণ বিতর্ক শুরু হয়। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের হারের স্মৃতি যে এখনও ভোলেনি ফ্রান্স, ম্যাচের প্রথম থেকেই বোঝা যায়। শুরু থেকেই চড়া মেজাজে ফ্রান্স।
আর্জেন্টিনাও পিছিয়ে ছিল না। জেভিয়ের মাসচেরানোর দলের ফুটবলারদের মেজাজ আরও বিগড়ে যায় শুরুতেই পিছিয়ে পড়ে। ম্যাচের ৫ মিনিটেই ফিলিপ মাতেতার গোলে এগিয়ে যায় ফ্রান্স। মাইকেল ওলিসের কর্নার থেকে হেডে দুরন্ত গোল করেন মাতেতা। এরপর খেলা দারুণ জমে ওঠে। একের পর সুযোগ তৈরি করেও সমতা ফেরাতে পারেনি আর্জেন্টিনা। প্রথম ১৫ মিনিট বাদে বাকি ম্যাচে দুরন্ত ফুটবল খেলেন এনজো ফার্নান্ডেজ, ওটামেন্ডিরা। কিন্তু গোল তুলে নিতে পারেনি। ফ্রান্সও বেশ কয়েকটা সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি। ৮০ মিনিটে মাইকেল ওলিস আর্জেন্টিনার জালে বল ঢোকালেও অফসাইডের জন্য বাতিল হয়।
ম্যাচের শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনার রিজার্ভ বেঞ্চের সামনে উল্লাসে মেতে ওঠেন ফ্রান্সের ফুটবলাররা। ওই সময় ফরাসি মিডফিল্ডার এনজো মিলোট নাকি আর্জেন্টিনার রিজার্ভ বেঞ্চকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। তাঁর এই আচরণে ক্ষিপ্ত হয়ে ওঠেন আর্জেন্টিনার ফুটবলাররা। দুই দলের ফুটবলারদের মধ্যে শুরু হয় হাতাহাতি। দুই দলের কোচ–কর্তারাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। গ্যালারিতে দর্শকদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ অবশ্য পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে দেয়নি।
কোয়ার্টার ফাইনালে অন্য ম্যাচে মিশর টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। ৭১ মিনিটে প্যারাগুয়ের হয়ে গোল করেন দিয়েগো গোমেজ। ৮৮ মিনিটে আদেল ইব্রাহিমের গোলে সমতা ফেরায় মিশর। অতিরিক্ত সময়ে আর কোনও গোল হয়নি। টাইব্রেকারে মিশর জেতে ৫–৪ ব্যবধানে। সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে মিশর।
আরও পড়ুনঃ অলিম্পিকে ইতিহাস লক্ষ্য সেনের, ব্যাডমিন্টনে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে পৌঁছে গেলেন সেমিফাইনালে
আরও পড়ুনঃ আসালঙ্কার পরপর দু’বলে ২ উইকেট, নাটকীয় টাই ভারত–শ্রীলঙ্কা প্রথম একদিনের ম্যাচ