আর জি কর কাণ্ডে রবিবার রাস্তায় নেমে অভিনব প্রতিবাদে সামিল হয়েছিলেন ফুটবলপ্রেমীরা। আর সোমবার সরাসরি মাঠেই কিনা ন্যায় বিচার চেয়ে বসলেন ফুটবলাররা! এদিন এরিয়ানের বিরুদ্ধে ম্যাচ প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন মহমেডান ফুটবলাররা। ম্যাচে সমতা ফেরানোর গোল করেই ‘জাস্টিস ফর আর জি কর’ লেখা জার্সি তুলে ধরেন মহীতোষ রায়, ইসরাফিল দেওয়ানরা। সত্যিই সাহসী সিদ্ধান্ত। কুর্নিশ জানাতেই হয় মহমেডান ফুটবলারদের।
আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানানোর পাশাপাশি এদিন জয়েও ফিরল মহমেডান। আগের দুটি ম্যাচ ড্র করে সুপার সিক্সে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলেছিল। সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখতে গেলে এরিয়ানের বিরুদ্ধে জেতাটা জরুরি ছিল। গুরুত্বপূর্ণ ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন সাদা–কালো ব্রিগেডের। এরিয়ানকে ৪–১ ব্যবধানে হারিয়ে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মহমেডান। পরপর দু’ম্যাচ পর জয়ে ফিরল। দুরন্ত হ্যাটট্রিক ইসরাফিল দেওয়ানের। একটি গোল করেন মহীতোষ রায়।
জয়ের লক্ষ্যে এদিন এরিয়ানের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিল মহমেডান। প্রথম ১৫ মিনিট দারুণ দাপট দেখাচ্ছিলেন সাদা–কালো ফুটবলাররা। কয়েকটা গোলের সুযোগ তৈরিও করেছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। এরপরই হঠাৎ ম্যাচ থেকে হারিয়ে যায় মহমেডান। সেই সুযোগে খেলা ধরে নেয় এরিয়ান। বারবার আক্রমণ তুলে নিয়ে এসে মহমেডান ডিফেন্সকে চাপে ফেলে দেয়। ২২ মিনিটে এগিয়েও যায় এরিয়ান। বক্সের বাইরে থেকে দুরন্ত ফ্রিকিকে গোল করে দলকে এগিয়ে দেন পঙ্কজ রায়। বিক্ষিপ্ত লগ্নে আক্রমণ তুলে নিয়ে এলেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি মহমেডান।
ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধের শুরুতেই মহীতোষকে মাঠে নামান মহমেডান কোচ হাকিম সেনজেন্দো। মহীতোষ নামার পর মহমেডানের খেলার গতিই বদলে যায়। মাঝমাঠে দারুণ নেতৃত্ব দিতে শুরু করেন। ম্যাচের দখলও নিয়ে নেয় মহমেডান। একের পর আক্রমণ তুলে নিয়ে আসতে থাকে। ৫০ মিনিটে সমতা ফেরায় মহমেডান। বক্সের বাইরে থেকে বাঁপায়ের দুরন্ত প্লেসিংয়ে গোল করেন মহীতোষ রায়। মিনিট তিনেক পর এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মহমেডানের সামনে। কিন্তু কাজে লাগাতে পারেনি।
৬০ মিনিটে এগিয়ে যায় মহমেডান। জোসেফের কর্নার থেকে হেডে গোল করে মহমেডানকে এগিয়ে দেন ইসরাফিল দেওয়ান। এগিয়ে যাওয়ার পর আক্রমণে আরও গতি বাড়ায় মহমেডান। ৬৬ মিনিটে ব্যবধান বানানোর সুযোগও এসেছিল। ডানদিক থেকে বক্সে ঢুকে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন লালথানকিমা। কোনও রকমে বাঁচান এরিয়ান গোলকিপার। ৭৩ মিনিটে আবার গোলের সুযোগ এসেছিল কিমার সামনে। তাঁর শট কর্নারের বিনিময়ে বাঁচান এরিয়ান গোলকিপার মৈনাক। ৮৩ মিনিটে আবার মহমেডানকে গোলের হাত থেকে বঞ্চিত করেন তিনি।
ইনজুরি সময়ে মহমেডানকে ব্যবধান বাড়ানোর হাত থেকে আটকাটে পারেননি এরিয়ান গোলকিপার। মহীতোষের সেন্টার থেকে ফ্লাইং হেডে গোল করে ৩–১ করেন ইসরাফিল দেওয়ান। কয়েক মিনিট পরেই তাঁর গোলেই ৪–১। হ্যাটট্রিক পূর্ণ করেন মহমেডানের এই তরুণ স্ট্রাইকার। চলতি লিগে এখনও পর্যন্ত ২১টা গোল করেছে মহমেডান। তার মধ্যে ইসরাফিল দেওয়ানেরই ৮ গোল। ১০ ম্যাচে মহমেডানের পয়েন্ট ১৮। ইউনাইটেড স্পোর্টসেরও ১০ ম্যাচে ১৮ পয়েন্ট। গোল পার্থক্যে ইউনাইটেডকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এল মহমেডান।
আরও পড়ুনঃ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই সামি, তবে বাংলার হয়ে রনজি খেলবেন