সাংবাদিক সম্মেলনে জুপিটারের তারিকুল ইসলাম, রহিম নবি, আলভিটো ডি’কুনহা ও মেহতাব হোসেন
মহৎ উদ্যোগে আবার মাঠে নামছেন আইএম বিজয়ন ও হোসে র্যামিরেজ ব্যারেটো। আর এই দুই প্রাক্তন ফুটবলারকে মাঠে নামাচ্ছে জুপিটার সোসাইটি লিমিটেড। দুঃস্থদের পাশে দাঁড়াতে এক চ্যারিটি ফুটবল ম্যাচের আয়োজন করেছে জুপিটার। তাদের সেই মহৎ উদ্যোগে সামিল মেহতাব হোসেন, রহিম নবি, আলভিটো ডি’কুনহারাও।
২৮ সেপ্টেম্বর কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে জুপিটার সোসাইটির পরিচালনায় এক চ্যারিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই চ্যারিটি ম্যাচে অংশ নেবে বিজয়ন একাদশ ও ব্যারেটো একাদশ। এই মুহূর্তে রিলায়েন্স ফুটবল ফাউন্ডেশনের দায়িত্ব নিয়ে মুম্বইয়ে রয়েছেন ব্যারেটো। কেরলে রয়েছেন বিজয়ন। দুজনই প্রতিশ্রুতি দিয়েছেন চ্যারিটি ম্যাচে মাঠে নামার।
ব্যারেটো, বিজয়ন ছাড়াও মেহতাব হোসেন, আলভিটো ডি’কুনহা, রহিম নবি, ডেনসন দেবদাস, সুব্রত পাল , সন্দীপ নন্দী, দীপক মণ্ডল, অর্ণব মণ্ডল, দীপঙ্কর রায়, এম সুরেশ, ষষ্ঠী দুলে, অসীম বিশ্বাসের মতো প্রাক্তন তারকারা। চ্যারিটি ম্যাচ থেকে সংগৃহীত পুরো অর্থ সামাজিক কাজে ব্যয় করা হবে।
এই মহৎ উদ্যোগ সম্পর্কে মেহতাব হোসেন বলেন, ‘আমরা ফুটবল খেলে অনেক স্বীকৃতি পেয়েছি। কিছু ফিরিয়ে দেওয়াও আমাদের দায়িত্ব রয়েছে। এর আগে চ্যারিটি ম্যাচ খেলে আমরা অনেককে সাহায্য করেছি। এবারও করব। ভবিষ্যতেও আমরা এগিয়ে আসব।’ জুপিটার সোসাইটি লিমিটেডের সেক্রেটারি তারিকুল ইসলাম বলেন, ‘আমরা সোসাইটির মাধ্যমে অনেক সামাজিক কাজ করে থাকি। দুঃস্থ মানুষের পাশে দাঁড়াই। মহান উদ্যোগে এই চ্যারিটি ম্যাচ করা হচ্ছে। চ্যারিটি ম্যাচ থেকে সংগৃহীত অর্থ দুঃস্থদের সাহায্য করা হবে।’
আরও পড়ুনঃ স্বীকৃতির মর্যাদা, সুহেলের দুরন্ত হ্যাটট্রিকে টালিগঞ্জকে গোলের মালা মোহনবাগানের