সোমবার এরিয়ানের বিরুদ্ধে ম্যাচে পথ দেখিয়েছিলেন মহমেডান ফুটবলাররা। ইস্টবেঙ্গল ফুটবলাররাও সেই পথেই পা মেলালেন। এরিয়ানের বিরুদ্ধে গোল করে আর জি কর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে ‘জাস্টিস ফর আর জি কর’ লেখা জার্সি মেলে ধরেছিলেন মহীতোষ রায়, ইসরাফিল দেওয়ানরা। মঙ্গলবার রেনবো এসি–র বিরুদ্ধে গোল করে সতীর্থদের সঙ্গে একই কাণ্ড ঘটালেন ইস্টবেঙ্গলের সঞ্জীব ঘোষ।
আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ জানাবেন বলে, এদিন তৈরি হয়েই মাঠে এসেছিলেন লাল–হলুদ সমর্থকরা। টিফো নিয়ে গ্যালারিতে হাজির। বড় ব্যানারে লিখে নিয়ে এসেছিলেন, ‘তোমার শহর আমার শহর/পাশে আছি আরজি কর’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা ব্যানার। ম্যাচ চলাকালীন ন্যায় বিচারের দাবিতে স্লোগানও দিচ্ছিলেন সমর্থকরা। সমর্থকরা জানান, দোষীরা উপযুক্ত শাস্তি না পেলে এইরকম প্রতিবাদ চলবে।
এদিকে, কলকাতা লিগে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে ইস্টবেঙ্গল। এদিন, রেনবো এসি–কে হারাল ২–০ ব্যবধানে। যদিও আগের ম্যাচের মতো চেনা ছন্দে ছিল না লাল–হলুদ ব্রিগেড। প্রথমার্ধে দাপট বজায় রাখলেও তিনকাঠি খুঁজে পাননি ফুটবলাররা। বেশ কয়েকটা গোলের সুযোগ অবশ্য তৈরি করেছিলেন আমন সিকে, জেসিনরা। কিন্তু লক্ষ্যভেদে ব্যর্থ হন। আসলে বৃষ্টির জন্য কাদামাঠে ফুটবলাররা নিজেদের ভালভাবে মেলে ধরতে পারেননি।
দ্বিতীয়ার্ধে অবশ্য অন্য ছবি। শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। সুযোগ তৈরি হলেও গোল আসছিল না। অবশেষে ৭৫ মিনিটে দর্শকদের স্বস্তি দেন সঞ্জীব ঘোষ। বক্সের মধ্যে থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন। গোলের পরে গ্যালারির দিকে ছুটে দিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস ফর আর জি কর’ লেখা জার্সি তুলে ধরেন লাল–হলুদ ফুটবলাররা। ইনজুরি সময়ে ২–০ করেন মহম্মদ কে আসিক। এই জয়ের ফলে ১০ ম্যাচে ২৮ পয়েন্ট হল ইস্টবেঙ্গলের।
আরও পড়ুনঃ মহারাজের পর এবার সেলুলয়েডের পর্দায় আসছেন যুবরাজ, তৈরি হচ্ছে তাঁকে নিয়ে বায়োপিক